Connect with us

ওটিটি

‘ঊনলৌকিক’ সিরিজের পর তারকা ভরপুর ‘ক্যাফে ডিজায়ার’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সারিকা সাবরিন

‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মে সারিকা সাবরিন (ছবি: চরকি)

ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’ বানিয়ে প্রশংসিত পরিচালক রবিউল আলম রবি এবার বানিয়েছেন ওয়েব ফিল্ম। এর নাম ‘ক্যাফে ডিজায়ার’। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে অভিনেত্রীরা হলেন তমা মির্জা, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আইশা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী উর্বী ও প্রিয়াম অর্চি।

এছাড়াও আছেন অভিনেতা সোহেল মন্ডল, খাইরুল বাশার, শ্যামল মাওলা, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বায়েজিদ হক জোয়ারদারসহ অনেকে।

তমা মির্জা

‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মে তমা মির্জা (ছবি: চরকি)

পরিচালক রবিউল আলম রবি জানান, মনস্তাত্বিক সম্পর্কের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ক্যাফে ডিজায়ার’। সব চরিত্র ও তাদের কেন্দ্র করে তৈরি করা প্লটগুলো মূলত প্রেম, কামনা ও বাসনার অভিন্ন সুতায় গাঁথা।

রবিউল আলম রবি

রবিউল আলম রবি (ছবি: চরকি)

রবিউল আলম রবির কথায়, ‘প্রতিবার কিছু বানানোর পর উদ্বেগে থাকি যে, দর্শকেরা কীভাবে নেবে কিংবা তাদের সঙ্গে কতোটা যোগাযোগ তৈরি করা সম্ভব হবে। এবার দ্বিগুণ উদ্বেগে আছি। কেননা এই ওয়েব ফিল্মে গল্প বলা নিয়ে কিছু নিরীক্ষা করেছি।’

সানজিদা প্রীতি

‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মে সানজিদা প্রীতি (ছবি: চরকি)

‘ক্যাফে ডিজায়ার’ গল্পটি লিখেছেন শিবব্রত বর্মণ। তার সঙ্গে মিলে চিত্রনাট্য সাজিয়েছেন রবিউল আলম রবি। চিত্রগ্রহণ করেছেন সুমন সরকার। এছাড়া আছে রাশিদ শরীফ শোয়েবের সংগীত ও সালেহ সোবহান অনীমের সম্পাদনা।

আইশা খান

‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মে আইশা খান (ছবি: চরকি)

চরকি প্রযোজিত ওয়েব ফিল্মটি দ্রুত মুক্তি পেতে যাচ্ছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ