ওটিটি
‘ঊনিশ২০’ নিয়ে নার্ভাস বিন্দু, অপেক্ষায় শুভ
অনেক বছর পর জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী আফসান আরা বিন্দু। তাই তাদের ওয়েব ফিল্ম ‘ঊনিশ২০’ নিয়ে দর্শকদের আগ্রহ ব্যাপক। আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে এটি। এখন দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় শুভ। অন্যদিকে বিন্দু বেশ নার্ভাস। আপাতত কিছু বলতে চান না তিনি। ফিল্মটি মুক্তির পর সব প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে তার।
‘ঊনিশ২০’ নিয়ে আরিফিন শুভ বলেন, ‘এখন কোনো কিছুই বলতে চাই না। ১৩ ফেব্রুয়ারি থেকে দর্শকরা এটি দেখার পর কী বলবে তা জানার অপেক্ষায় আছি।’
নিজের প্রত্যাশার কথা জানিয়ে শুভ বলেন, ‘আপাতত চাই মানুষ এটি দেখুক। এতে সুন্দর তিনটি গান ও কিছু ভালোবাসার মুহূর্ত আছে। এসব দেখে দর্শকের অনুভূতি কী হয় সেসব জানার জন্য মুখিয়ে আছি।’
‘সম্পর্ক নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়’ ট্যাগলাইন নিয়ে সাজানো হয়েছে ‘ঊনিশ২০’। এর গল্পে দেখা যাবে, দুই মেরুর দুই জন মানুষ। একজন অন্যজনের চেয়ে পুরোপুরি বিপরীত। ঊনিশ-বিশ নয়, তারা যেন ঊনিশ-উনচল্লিশ! যখন তারা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে, যখন একছাদের নিচে আসে তখন কী হয়? অমিলটাই যেন তাদের মিল! আর বিচ্ছেদটাই যেন তাদের প্রেমের জন্মগাঁথা!
চরকির জন্য নির্মিত ‘নেটওয়ার্কের বাইরে’ পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান। ‘ঊনিশ২০’ তার দ্বিতীয় ওয়েব ফিল্ম। তার কথায়, ‘আমাদের দেশে সিনেমা নির্মাণ খুব সহজ কাজ নয়। অসংখ্য প্রতিকূলতার মধ্য দিয়ে একটি সিনেমা বানাতে হয়। কিন্তু সেসব প্রতিকূলতা ও কঠিন অভিজ্ঞতা তখন মধুর হয়ে যায় যখন দর্শকের ভালো লাগে। তাই আমি সিনেমা পরবর্তী অভিজ্ঞতার জন্যই বেশি অপেক্ষা করি।’
মিজানুর রহমান আরিয়ান যোগ করেন, “আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এমন সময়ে ‘ঊনিশ২০’ মন ভালো করা ও হৃদয় ছুঁয়ে যাওয়া ফিল্ম হয়ে উঠুক, এটাই আমার প্রত্যাশা। দর্শকের যদি ভালো লাগে তাহলে তারা যদি বন্ধু-পরিবার সবাইকে দেখতে উৎসাহিত করে তাহলে খুব খুশি হবো।’
‘ঊনিশ২০’ ফিল্মে বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। এছাড়াও আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, এরফান মৃধা শিবলু, এলিনা শাম্মি, ডিকন নূর, আমিরুল ইসলাম, জাহিদুল হক অপু, সাবিহা জামান, তপন মজুমদার, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদার প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম। সিমিত রয় অন্তরের সম্পাদনা, আশরাফুল আলমের কালার গ্রেডিং ও শব্দ বিন্যাসে রিপন নাথ।
৯০ মিনিটের এই ফিল্মে রয়েছে তিনটি গান। ইতোমধ্যে অবন্তী সিঁথি ও মাহতিম সাকিবের গাওয়া ‘পাখি পাখি মন’ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজনে সাজিদ সরকার।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস