Connect with us

গান বাজনা

এআর রাহমানের মেয়ে এবার সিনেমার সুরকার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

এআর রাহমান ও খাতিজা রাহমান (ছবি: ইনস্টাগ্রাম)

ভারতীয় সংগীতশিল্পে অস্কারজয়ী সুরকার এআর রাহমানের অসামান্য অবদানের কথা গোটা বিশ্বের জানা। বাবার পথ ধরে এবার তার মেয়ে খাতিজা রাহমান সংগীত পরিচালনায় আসছেন। তামিল সিনেমা ‘মিনমিনি’র মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। ইতোমধ্যে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা।

খাতিজার সঙ্গে রেকর্ডিং স্টুডিওতে তোলা একটি ছবি গতকাল (১২ জুন) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘মিনমিনি’ সিনেমার পরিচালক হালিতা শামীম। ক্যাপশনে এআর রাহমানের মেয়েকে বিরল প্রতিভা হিসেবে উল্লেখ করেন তিনি।

হালিতা শামীম টুইটে লিখেছেন, ‘অসাধারণ প্রতিভাবান খাতিজা রাহমানকে নিয়ে কাজ করতে পেরে আমি খুব খুশি। সুকণ্ঠী এই গায়িকা একজন দারুণ সুরকারও। কিছু অসাধারণ গান-বাজনার কাজ চলছে!’

খাতিজা ভারতের একজন প্রতিষ্ঠিত গায়িকা। সুরকার হিসেবে ‘মিনমিনি’ হতে যাচ্ছে তার প্রথম কাজ। তিনি বলেন, ‘আমি আসলে কী করতে চেয়েছি, গত বছর সেসব ভেবে বের করছিলাম। এছাড়া গান গাওয়াসহ অনেক কাজ চলছিলো। মনে হলো, আমার হাত ভর্তি হয়ে আছে। পরে একজন নারী পরিচালকের কাজ এলেও মনোযোগ দিতে পারিনি। তাই সম্প্রতি হালিতা ম্যামকে ফোন করে বলেছি, এখন ব্যস্ততা কিছুটা কমেছে। তার কাছে জানতে চেয়েছি, আমাকে সুরকার হিসেবে কাজ করাবেন কিনা।’

মা, বাবা, ভাই ও স্বামীর সঙ্গে খাতিজা রাহমান (ছবি: ইনস্টাগ্রাম)

খাতিজা যোগ করেন, ‘হালিতা ম্যামকে আমার নিজের জন্য করা একটি গান শুনিয়েছি। এটা শুনে তিনি আমাকে বলেন, তার গল্পের আবহ এমনই। আমার গায়কী ও ভাবনা পছন্দ করেছেন তিনি। সেজন্য আমাকে নিয়ে কাজ করতে সম্মতি জানিয়েছেন। তার মনে হয়েছে, আমি এই সিনেমার প্রতি বাড়তি কদর যোগ করতে পারবো। আমরা সেই চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছি।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ