শুভেচ্ছা
‘একজন রুনা লায়লা একটা বাংলাদেশ’
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা জীবনের ৬৯টি বসন্ত পেরিয়ে আজ সত্তরে পা রাখলেন। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই গুণী শিল্পী। তাঁর গানের সংখ্যা ১০ হাজারের বেশি। গানের জন্য সাতবার জাতীয় পুরস্কার পাওয়া এই বরেণ্য গায়িকাকে জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।
ঢালিউড সুপারস্টার শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের একটি পোস্ট শেয়ার করেছেন। এতে লেখা, ‘প্রজন্মের পর প্রজন্ম যার মনমাতানো সব গানে মেতে আছে, তিনি আমাদের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। গান দিয়ে আন্তর্জাতিক খ্যাতি ও উপমহাদেশের দর্শক শ্রোতাদের হৃদয় জয় করে নেওয়া বাংলাদেশের প্রথম শিল্পী রুনা লায়লার জন্মদিনে শুভেচ্ছা।’
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমাদের গর্ব আমাদের একজন রুনা লায়লা আছে। একজন রুনা লায়লা একটা বাংলাদেশ।’
অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘শুভ জন্মদিন কিংবদন্তি! শ্রদ্ধা, ভালোবাসা।’
চিত্রনায়িকা অঞ্জনার বেশকিছু সিনেমায় রুনা লায়লার কালজয়ী গান রয়েছে। এরমধ্যে ১৮টির শিরোনাম উল্লেখ করেছেন তিনি। তার চোখে রুনা লায়লা হলেন বাংলা সংগীতের অহংকার, উপমহাদেশের অন্যতম সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি সংগীতশিল্পী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরের পাখি। তিনি বলেন, ‘বাংলা সিনেমা ও সংগীতাঙ্গনে আপনার অবদান দীপ্তিমান সূর্যের ন্যায়। আপনার তুলনা শুধুই আপনি রুনা আপা। প্রার্থনা করি, এভাবেই আপনার শ্রুতিমধুর কণ্ঠের জাদুতে আমাদের বিমোহিত করে রাখুন আরো বহু যুগ।’
কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের কথায়, ‘তিনি এলেন, গাইলেন, জয় করলেন। তিনি আমাদের রুনা লায়লা, দেশের অহংকার। তিনি অনেকের শিল্পী হওয়ার অনুপ্রেরণা। আপনার ৭০ বসন্ত চিরকাল ১৭ থাকুক এবং চিরকাল এই জাদুময় ও মনোরম পথচলা চলুক। হীরার মতো জ্বলজ্বল করতে থাকুন।’
সুরকার ইমন সাহা বলেন, ‘আপনি এই দেশের সংগীতশিল্পের অনুপ্রেরণা। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য।’
প্রয়াত সুরকার আবু তাহেরের ছেলে আলী আকরাম শুভ লিখেছেন, “যখনই বড় আপাকে দিয়ে গান রেকর্ডিং রাখি, খুব টেনশনে থাকি। আপা মাইক্রফোনের সামনে দাঁডাঁলেই আমার হাটু কাঁপতে থাকতো। এখনো কাঁপে। একদিন আপাকে বলেছিলামও। বড় আপাকে খুব ভয় লাগে। আপাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কারণ অনেক অল্প বয়সে সংগীত পরিচালক হয়ে যাতে কোনো ভুল না করে বসি, সেজন্য বড় আপা আমাকে জানিয়ে না জানিয়ে আমার অনেক উপকার করেছিলেন। রেকর্ডিংয়ে এসে গান তোলার সময় আমাকে অনেকবার ধমকেছেন, শাসন করেছেন, উৎসাহ ও উপদেশ দিয়েছেন। আমাকে আপা অনেক স্নেহ করতেন। আপাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে কী বলে ডাকবো ম্যাডাম, আপা না আন্টি? আপা বললেন, ‘তাহের বলতো বড় আপা, তুমি তাই বলো।’ তখন থেকে রুনা আপা বড় আপা হয়ে গেলেন। বড় আপার কাছে অনেক কিছু শিখেছি। প্লেব্যাক কীভাবে গাইতে হয়, কীভাবে আবেগ-অভিব্যক্তি দিতে হয়, গানের কথায় সুরের সঙ্গে প্রাণ আনতে হয়। একই কথা ও সুরে একই গান কীভাবে হ্যাপি, স্যাড বা সাস্পেন্সিভ করে গাইতে হয়। অনেক নতুন গায়ক-গায়িকার সঙ্গে এসব ভাগাভাগি করেছি। যারা ধরতে পেরেছেন তারা সফল প্লেব্যাক সিঙ্গার হয়েছেন। আপনার কাছে প্রজন্ম থেকে প্রজন্ম আরো শিখুক। বংলাদেশ ও বাংলা গানকে আরো সমৃদ্ধ করুন।”
নির্মাতা চয়নিকা চৌধুরীর মন্তব্য, “বটগাছ যত বড় হয় তত নুয়ে থাকে। রুনা লায়লা বটবৃক্ষের মতোই। যত বিনয়, সব তাঁর। তাকে দেখলে মাঝে মধ্যে অবাক হই। আমরা কিছুই না। তার কাছ থেকে অনেক কিছু শিখি, যার গান মুগ্ধ হয়ে শুনে বড় হয়েছি। আজও তাঁর গান হলে বসে পড়ি বা কান পাতি। এত বড় একজন মানুষ, দেখা হলেই বলেন, ‘কেমন আছো? তোমার নাটক, তোমার কাজ ভালো হয়।’ এতেই মাথা নুয়ে আসে। তিনি আমাদের দেশের গর্ব। সারা পৃথিবীতে তিনি অমলিন। কে না চেনে তাঁকে! চমৎকার প্রিয় মানুষটি আমাদের দেশের অহংকার। আপনার জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা। আনন্দময় হোক জীবন। সুস্থভাবে অনেক বছর বেঁচে থাকেন আমাদের মাঝে, এই প্রার্থনা। আপনাকে এই প্রজন্মের বড় প্রয়োজন।”
কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা বলেন, ‘আমার পরম সৌভাগ্য হয়েছে আপনাকে একটু কাছ থেকে দেখার, আপনার কথা শোনার, সরাসরি আপনার গান শোনার। আপনার কিন্নর কণ্ঠ যেমন আমাকে আকৃষ্ট করে, তেমনি আপনার কথাগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে। এটা আমার সংগীতজীবনের বিশাল প্রাপ্তি হয়ে থাকবে। ছোটদের জন্য আপনার উদারতা, ভালোবাসা, আদর আমাকে আপ্লুত করেছে, মুগ্ধ হয়েছি বারবার।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস