বলিউড
একটি টিকিট কিনলে একটি ফ্রি অফারের সুবাদে সিনেমা হিট!
বলিউড তারকা ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ বক্স অফিসে চমকপ্রদ সাফল্য পেয়েছে। বলিউডে ইদানীং বিশাল ক্যানভাসের সিনেমা যেখানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, সেখানে মাঝারি বাজেটের কমেডি সিনেমাটি মুক্তির প্রথম পাঁচ দিনে ৩০ কোটি ৬০ লাখ রুপি আয় করে নিয়েছে। সব ঠিকঠাক চললে এই অঙ্ক শেষ পর্যন্ত অর্ধশত কোটি রুপি ছাড়াতে পারে।
‘জারা হাটকে জারা বাঁচকে’ প্রথম তিন দিনে আয় করে ২২ কোটি ৫৯ লাখ রুপি। সিনেমাটি নিয়ে দর্শকদের এতো আগ্রহ কেউ প্রত্যাশা করেনি। ফলে এটি হয়ে উঠেছে ২০২৩ সালে বলিউডের অন্যতম চমক।
বিনামূল্যে টিকিট অফারের মাধ্যমে দর্শকদের একটি বৃহত্তর অংশের কাছে যেতে পেরেছে সিনেমাটি। এর বিনিময়ে মুখে মুখে দ্রুত সিনেমাটির কথা ছড়িয়ে পড়ায় দর্শক বেড়েছে। এটা ঠিক যে, অফার না থাকলে দর্শকদের অনেকেই এতো বেশি দাম দিয়ে টিকিট কিনতেন না।
‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রযোজক-পরিবেশকরা নির্দিষ্ট অ্যাপের (বুক মাই শো) মাধ্যমে একটি টিকিট কিনলে একটি টিকিট বিনামূল্যে দেওয়ার অভিনব কৌশল বেছে নিয়েছেন। এমন অফার দর্শকদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রেখেছে। অবশ্য ট্রেলার, কন্টেন্ট ও গানের সুবাদে এর প্রতি কৌতূহল সৃষ্টি হয়েছে মুক্তির আগেই।
তবুও বলিউড বিশ্লেষকদের ধারণা, বিনামূল্যে টিকিট দেওয়ায় সিনেমাটি হিট হয়েছে। তাদের মন্তব্য, শুধুই বুক মাই শো অ্যাপের অফারটির সুবাদে হিট হয়েছে ‘জারা হাটকে জারা বাঁচকে’। তবে পরিচালক লক্ষ্মণ উটেকর এই যুক্তি মানতে রাজি নন। বক্স অফিস সাফল্য উপলক্ষে গতকাল (৭ জুন) মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন ভিকি, সারা ও প্রযোজক দিনেশ বিজন।
লক্ষ্মণ উটেকর বলেন, ‘আরে ভাই, আপনি যদি পচা টমেটো বিক্রি করতে বসে বলেন– এক কেজিতে আধা কেজি ফ্রি, তাতে কুকুরও কি সেটা কিনবে? জিনিস যদি ভালো হয় তাহলে ফ্রি না দিলেও মানুষ নেবে। আচ্ছা, পানি পানের জন্য মানুষ কুয়ার সামনে আসে। কিন্তু পানিতে দুর্গন্ধ থাকলে কেইবা পান করতে চায়?’
জানা যায়, মুক্তির প্রথম তিন দিনে আড়াই লাখ টিকিট দেওয়া হয়েছে বিনামূল্যে। একেকটি টিকিটের গড় মূল্য ২৫০ রুপি। তাতে আড়াই লাখ টিকিটের মূল্য দাঁড়ায় ৬ কোটি ২৫ লাখ রুপি। এরমধ্যে ৫ কোটি ৩০ লাখ রুপি প্রযোজককে গুনতে হবে। কারণ সিনেমা হল তো আর বিনামূল্যে কিছু দেয়নি। পরে আরো ৫০ হাজার টিকিট ফ্রি পেয়েছেন দর্শকরা। সেক্ষেত্রে প্রযোজকের মোট গচ্চা যাচ্ছে সাড়ে ৭ কোটি রুপি।
যদিও বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, একটি টিকিট কিনলে একটি ফ্রি অফার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয়। কারণ শেষ পর্যন্ত প্রযোজককেই টিকিট কেনার জন্য অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। সেক্ষেত্রে প্রণোদনার পরিবর্তে টিকিটের দাম সাশ্রয়ী রাখা যেতে পারে।
সংক্ষিপ্ত নোটিশে সিনেমাটি মুক্তি দেওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গেও কথা বলেছেন লক্ষ্মণ উটেকর, “১৫ দিন আগে দিনো স্যার আমাকে ফোন করে জানতে চাইলেন– স্যার, রেডি হয়ে যাবে তো?’ আমি বললাম, হয়ে যাবে। তিনি প্রশ্ন করেন– ‘কতদিনের মধ্যে?’ উত্তর দিলাম, ১০ দিনে। তখন তার মুখে শুনলাম, ‘আট দিনে হয়ে যাবে?’ তাকে বললাম, সেটাও হয়ে যাবে।”
সংবাদ সম্মেলনে লক্ষ্মণ উটেকর যোগ করেন, ‘ভালো সিনেমা বানানো সম্ভব। আমিও সেটা পারি। তবে দর্শকদের কাছে সিনেমা পৌঁছে দেওয়াটা দায়িত্বের মধ্যেই পড়ে। দিনো স্যারকে ধন্যবাদ, কারণ তিনিই সিনেমা হলের দরজা খুলে দিয়েছেন। বলা হয়ে থাকে, বড় ক্যানভাসের সিনেমাই শুধু চলে। কিন্তু দিনো স্যার প্রমাণ করেছেন, ভালো বিষয়বস্তু হলে যেকোনও সিনেমা বক্স অফিসে সফল হয়।’
প্রযোজককে ধন্যবাদ দিয়ে ভিকি কৌশল বলেন, ‘ট্রেলার দেখে অনেকে বলেছেন, সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে আসা উচিত। তাই প্রযোজকের এটি ওটিটি প্ল্যাটফর্মে আনার যৌক্তিক কারণ ছিলো। সবার কাছেই সেটা পুরোপুরি সঠিক মনে হতো। কিন্তু সিনেমা হলে এ ধরনের সিনেমা মুক্তি দেওয়ার ঝুঁকি নিয়েছেন তিনি। স্যার, সেজন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।’
এর আগে ভিকি কৌশল উল্লেখ করেন, ‘সিনেমাটির সাফল্যে দর্শকদের জয় বেশি। এজন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ইউনিটের সবার মধ্যে লক্ষ্মণ স্যার সবচেয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলতেন, আমার দুশ্চিন্তা নেই। আমি জানি, এই গল্প দর্শকদের কাছে পৌঁছাবেই। সিনেমা কেমন চলবে জানি না, তবে তাদের মধ্যে সংযোগ ঠিকই ঘটাবে। কেউই বলবে না গল্পের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি।’
বেশ বোঝা যাচ্ছে, ভিকি কৌশল নিজের নতুন সিনেমার সাফল্যে মুগ্ধ। সারাকে নিয়ে সিনেমা হলে দর্শকদের সঙ্গে সাক্ষাতের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘হাউস-ফুল, দিল ফুল, গ্রেটফুল।’
‘জারা হাটকে জারা বাঁচকে’তে সোমিয়া চরিত্রে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন সারা আলি খান। এর মাধ্যমে তিন বছর পর তার কোনও সিনেমা শুধুই বড় পর্দায় মুক্তি পেলো। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর আগের তিন সিনেমা ছিলো ‘কুলি নম্বর ওয়ান’ (২০২০, অ্যামাজন প্রাইম ভিডিও), ‘আতরাঙ্গি রে’ (২০২১, ডিজনি প্লাস হটস্টার) এবং ‘গ্যাসলাইট’ (২০২৩, ডিজনি প্লাস হটস্টার)।
এ প্রসঙ্গে সারা আলি খান বলেন, ‘সত্যিই নিজেকে বড় পর্দায় দেখার শূন্যতা অনুভব হচ্ছিলো। সিনেমাটি ভালোবাসার জন্য আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। মনে হচ্ছে আমার আবার অভিষেক হয়েছে বুঝি! আশা করি, আরো ভালো কাজের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতিটি সিনেমাই শেখা ও পরিণত হওয়ার সুযোগ। যাত্রা যখন অন্তহীন, তখন এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিজয় উদযাপন করা দরকার।’
নতুন সিনেমার জন্য দর্শকদের প্রশংসায় ভাসছেন সারা আলি খান। তাই তিনি যেন হাওয়ায় উড়ছেন! বক্স অফিসের সাফল্য উপভোগের মধ্যে গত ৪ জুন বিকেলে মুম্বাইয়ে মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানকে নিয়ে সিনেমাটি দেখেছেন এই তরুণী। সারার সিনেমা দেখে তারা হেসেছেন, কেঁদেছেন, গর্ব করেছেন।
ভিকি কৌশলের সঙ্গে সারা আলি খানের রসায়ন মন কেড়েছে দর্শকদের। এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা। ভিকির দৃষ্টিতে, ‘সারা নিখাদ ও আন্তরিক প্রকৃতির। বড় পর্দায় এসবের প্রতিফলন ঘটে। আমার দেখা সবচেয়ে নিখাদ একজন মানুষ সারা। সে চমৎকার। মানুষের সঙ্গে বেশ আন্তরিকভাবে সংযোগ ঘটায় সে। বড় পর্দায়ও এর প্রতিফলন ঘটে। আমি জানি, যেকোনো চরিত্রে সারাকে দর্শকদের ভালো লাগবে। কারণ তার চোখে নিজের সত্যিটা দেখা যায়।’
গত ২ জুন মুক্তি পায় ‘জারা হাটকে জারা বাঁচকে’। ইনদোরের একটি ছোট্ট শহরের পটভূমিতে কলেজ পড়ুয়া কপিল ও সোমিয়ার প্রেমের গল্প এটি। তারা একে অপরের ভালোবাসায় মগ্ন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস