বলিউড
একদিনে দুই সিনেমা পিছিয়ে দিলেন সালমান
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে হতবাক করা খবর এলো। গোয়েন্দা থ্রিলার ধাঁচের এই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন তিনি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এটি সিনেমা হলে আসার কথা ছিলো ২০২৩ সালে ২১ এপ্রিল ঈদুল ফিতরে। কিন্তু গতকাল (১৫ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় দেওয়া ঘোষণায় ৫৬ বছর বয়সী এই তারকা জানান, সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের দিওয়ালিতে।
২০০৯ সাল থেকে ঈদ আর সালমান খান ছিলেন সমার্থক। প্রতি ঈদে একটি করে সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু ‘টাইগার থ্রি’ পিছিয়ে যাওয়ায় ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে চিন্তার কিছু নেই। ঈদ উৎসবে ঠিকই সিনেমা হলে বসে প্রিয় তারকার নতুন কাজ উপভোগের সুযোগ পাবে তারা।
‘টাইগার থ্রি’ পিছিয়ে দিলেও নিজের আরেক সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ঈদ উপহার হিসেবে রাখছেন সালমান। এটি আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ২১ এপ্রিল ঈদে আসবে এই সিনেমা। সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক সিনেমাটি ঈদ উৎসবের জন্য জুতসই মনে করছেন তিনি।
ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগাম, জাসি গিল ও রাঘব জুইয়াল। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ ও জগপতি বাবুকে।
২০০৯ সালের ঈদে মুক্তি পায় সালমান খানের ‘ওয়ান্টেড’। এটি অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পাওয়ায় প্রতি ঈদে তার সিনেমা মুক্তি পাওয়া ট্রেন্ডে পরিণত হয়। ২০১০ সালের ঈদে আসা ‘দাবাং’ ব্লকবাস্টার হয়। ২০১১ ও ২০১২ সালের ঈদে মুক্তি পেয়েছে যথাক্রমে ‘বডিগার্ড’ ও ‘এক থা টাইগার’। ২০১৩ সালে নিজের কোনো সিনেমা সামনে আনেনি তিনি।
তবে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি ঈদে সালমান খানের একটি করে সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘কিক’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫), ‘সুলতান’ (২০১৬), ‘টিউবলাইট’ (২০১৭), ‘রেস থ্রি’ (২০১৮), ‘ভারত’ (২০১৯)।
২০২০ সালের ঈদে ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তির সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সালমান খান। কিন্তু করোনা মহামারির কারণে লকডাউন থাকায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। শেষমেষ ২০২১ সালের ঈদে দর্শনীর বিনিময়ে কন্টেন্ট দেখার প্ল্যাটফর্ম জিপ্লেক্সে এবং ভারতের কিছু সিনেমা হলে মুক্তি পায় এটি।
করোনার কারণে শুটিংয়ে ব্যাঘাত ঘটায় গত ঈদে কোনো সিনেমা মুক্তির জন্য প্রস্তুত করতে পারেননি সালমান খান। আগামী বছরের ঈদে ‘কিসি কা ভাই কিসি কি জান’ বৃহৎ পরিসরে মুক্তি পাবে। সবশেষ ২০১৯ সালের ২০ ডিসেম্বর বড় পরিসরে মুক্তি পায় তার ‘দাবাং থ্রি’।
এদিকে গত মার্চে সোশ্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে ‘টাইগার থ্রি’র ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এতে দেখা যায়, কোরিয়ান স্টান্ট টিমের সঙ্গে মহড়া করছেন ক্যাটরিনা কাইফ। তাকে আবার দেখা যাবে জোয়া চরিত্রে। এরপর ক্যামেরা ঘুরে যায় টাইগার রূপী সালমান খানের দিকে। তাকে ক্যাটরিনা প্রশ্ন করেন, ‘রেডি?’ উত্তরে সল্লু বলেন, ‘টাইগার অলওয়েজ রেডি।’
‘টাইগার থ্রি’ হলো ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রথমটি কবির খান ও দ্বিতীয় পরিচালনা করেন আলি আব্বাস জাফর। এবারের সিনেমার পরিচালক মনীষ শর্মা। এতে ভিলেন হিসেবে আছেন ইমরান হাশমি। এছাড়া বলিউড বাদশা শাহরুখ খান পাঠান চরিত্রে স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন। নয়াদিল্লি, মুম্বাই, রাশিয়া ও অস্ট্রিয়ায় এর শুটিং হয়েছে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এটি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস