Connect with us

বিশ্বসংগীত

মুখের একপাশ অচল হয়ে গেছে বিবারের

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জাস্টিন বিবার
জাস্টিন বিবার (ছবি: ইনস্টাগ্রাম)

কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার মুখের পক্ষাঘাতে ভুগছেন। ২৮ বছর বয়সী এই গায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, রামসে হান্ট সিন্ড্রোম নামের বিরল অসুখের কারণে এমন হয়েছে।

বিবার বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আমার একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের এই পাশ দিয়ে হাসতে পারছি না। তাই আমার মুখের এই পাশ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত।’

জাস্টিন বিবার

জাস্টিন বিবার (ছবি: ইনস্টাগ্রাম)

বিশেষজ্ঞদের মতে, রামসে হান্ট সিনড্রোমের কারণে মুখ ও কানের ক্ষতি হয়। এ রোগের কারণে মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে।

শারীরিক অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিবার।

জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন

জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন (ছবি: ইনস্টাগ্রাম)

বিবার ভক্তদের উদ্দেশে বলেন, ‘পরিস্থিতি বেশ গুরুতর, আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন। শরীর বলছে ধীরেসুস্থে থাকতে। আশা করি, আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন শুধু বিশ্রাম নেবো এবং শতভাগ সুস্থ হয়ে ফিরবো যাতে গানে শতভাগ দিতে পারি। গানের জন্যই জন্ম আমার।’

স্বাভাবিক হওয়ার জন্য বিবার মুখের ব্যায়াম করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। তবে সেরে উঠতে ঠিক কতদিন লাগবে জানা নেই তার।

গত মার্চে বিবারের স্ত্রী হেইলি ব্যাল্ডউইন মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর স্ট্রোক করেন তিনি এবং তার হৃৎপিণ্ডের একটি ছিদ্র বন্ধের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল।

সিনেমাওয়ালা প্রচ্ছদ