Connect with us

ওটিটি

একফ্রেমে চঞ্চল-মোশাররফ-নিশো, ঋত্বিকের মুখে, ‘আপনাদের জয় হোক’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম (ছবি: ফেসবুক)

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো একফ্রেমে। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন তিন অভিনেতা। অনেকের কৌতূহল, একসঙ্গে কী করছেন তারা? 

আজ (৯ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ভেরিফায়েড পেজে ছবিটি শেয়ার দিয়ে চঞ্চল চৌধুরী ক্যাপশনে লিখেছেন একটি শব্দ– শিরোনামহীন। পরে তিনি সিনেমাওয়ালা নিউজকে জানান, একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তারা।

ঋত্বিক চক্রবর্তীর কমেন্ট (ছবি: ফেসবুক)

তিন অভিনেতাকে একফ্রেমে পেয়ে বিনোদন অঙ্গনের অনেকে আনন্দিত। ওপার বাংলার তারকা ঋত্বিক চক্রবর্তী তিনটি হার্ট ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আপনাদের জয় হোক।’

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশোর ওয়েব সিরিজ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ‘মহানগর’ ও ‘মহানগর ২’-এর ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম, ‘কারাগার’ ও ‘কারাগার পার্ট টু’র সুবাদে চঞ্চল এবং ‘কাইজার’-এ নাম ভূমিকায় নিশো মুগ্ধ করেছেন দুই বাংলার দর্শকদের।

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)

এদিকে টালিগঞ্জে অভিষেক হচ্ছে চঞ্চলের। সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি কিংবদন্তি ফিল্মমেকার মৃণাল সেনের বায়োপিক।

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

অন্যদিকে আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় অভিষেক হচ্ছে আফরান নিশোর। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ