ওটিটি
একফ্রেমে চঞ্চল-মোশাররফ-নিশো, ঋত্বিকের মুখে, ‘আপনাদের জয় হোক’
চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো একফ্রেমে। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন তিন অভিনেতা। অনেকের কৌতূহল, একসঙ্গে কী করছেন তারা?
আজ (৯ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ভেরিফায়েড পেজে ছবিটি শেয়ার দিয়ে চঞ্চল চৌধুরী ক্যাপশনে লিখেছেন একটি শব্দ– শিরোনামহীন। পরে তিনি সিনেমাওয়ালা নিউজকে জানান, একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তারা।
তিন অভিনেতাকে একফ্রেমে পেয়ে বিনোদন অঙ্গনের অনেকে আনন্দিত। ওপার বাংলার তারকা ঋত্বিক চক্রবর্তী তিনটি হার্ট ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আপনাদের জয় হোক।’
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশোর ওয়েব সিরিজ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ‘মহানগর’ ও ‘মহানগর ২’-এর ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম, ‘কারাগার’ ও ‘কারাগার পার্ট টু’র সুবাদে চঞ্চল এবং ‘কাইজার’-এ নাম ভূমিকায় নিশো মুগ্ধ করেছেন দুই বাংলার দর্শকদের।
এদিকে টালিগঞ্জে অভিষেক হচ্ছে চঞ্চলের। সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি কিংবদন্তি ফিল্মমেকার মৃণাল সেনের বায়োপিক।
অন্যদিকে আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় অভিষেক হচ্ছে আফরান নিশোর। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস