হলিউড
একবছরে আয়ে হলিউডের শীর্ষ ১০ তারকা, একজনেরই ৮০০ কোটি টাকা

(বাঁ থেকে) অ্যাডাম স্যান্ডলার, মার্গো রবি ও টম ক্রুজ (ছবি: এক্স)
হলিউডে ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করেছেন কোন তারকারা? আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস সেই তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষে আছেন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। নেটফ্লিক্সের ‘মার্ডার মিস্টেরি টু’সহ চারটি সিনেমার সুবাদে গত একবছরে তিনি পকেটে ভরেছেন ৭ কোটি ৩০ লাখ ডলার (৭৯৮ কোটি টাকা)।
নেটফ্লিক্সের জন্য ২০২৩ সালে চারটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন অ্যাডাম স্যান্ডলার। রোমান্টিক-কমেডি থ্রিলার ধাঁচের সিনেমা ‘মার্ডার মিস্টেরি’র (২০১৯) সিক্যুয়েলের গল্প দুর্ভাগা বেসরকারি গোয়েন্দা স্বামী-স্ত্রীকে ঘিরে। নেটফ্লিক্সে গত বছর ১৭ কোটি ৩০ লাখ ঘণ্টা ভিউ নিয়ে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় পঞ্চম হয় এটি।
গত ২১ নভেম্বর মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড সিনেমা ‘লিও’র চিত্রনাট্য লেখা ও প্রযোজনা ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার। এছাড়া ‘ইউ আর সো নট ইনভাইটেড টু মাই ব্যাট মিৎজভাহ’ ও ‘মার্ডার মিস্টেরি টু’ প্রযোজনার সঙ্গে অভিনয় এবং ‘দ্য আউট-লস’ প্রযোজনা করেছেন ৫৭ বছর বয়সী এই আমেরিকান তারকা। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘স্পেসম্যান’।
২০২৩ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বার্বি’র অভিনেত্রী ও প্রযোজক মার্গো রবি আছেন বেশি আয়ের তারকার তালিকায় দুই নম্বরে। গত বছরের আরেক হিট ‘সল্টবার্ন’ প্রযোজনা করেছেন তিনি। ৩৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা তালিকায় সবচেয়ে কনিষ্ঠ। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ৬৪৫ কোটি টাকা।
ফোর্বসের তালিকায় তিন নম্বরে আছে টম ক্রুজের নাম। তার আয় ৪৯২ কোটি টাকা। চারে যৌথভাবে জায়গা করে নিয়েছেন ‘বার্বি’ তারকা রায়ান গসলিং এবং ম্যাট ডেমন। তাদের আয় ৪৭০ কোটি টাকা করে। ‘মার্ডার মিস্টেরি টু’তে অ্যাডাম স্যান্ডলারের সহশিল্পী জেনিফার অ্যানিস্টন আছেন ছয় নম্বরে। তার আয় ৪৬০ কোটি টাকা।
তালিকার সাত থেকে ১০ নম্বরে আছেন যথাক্রমে লিওনার্দো ডিক্যাপ্রিও (৪৪৮ কোটি টাকা), জেসন স্টেটহাম (৪৪৮ কোটি টাকা), বেন অ্যাফ্লেক (৪১৫ কোটি টাকা), ডেনজেল ওয়াশিংটন (২৬২ কোটি টাকা)।
২২ বছর পর ফোর্বসের হিসাবে হলিউডের শীর্ষ ১০ উপার্জনকারীর তালিকায় এক নম্বরে জায়গা পেলো অ্যাডাম স্যান্ডলারের নাম। ২০২২ সালে শীর্ষে ছিলেন টাইলার পেরি। এর আগে তিন বছর এক নম্বরে ছিলেন ডোয়াইন জনসন। কিন্তু এবারের তালিকায় তাদের কেউই শীর্ষ দশে নেই।

(বাঁ থেকে) অ্যাডাম স্যান্ডলার, মার্গো রবি, টম ক্রুজ ও রায়ান গসলিং (ছবি: এক্স)
ফোর্বসের হিসাবে ২০২৩ সালে হলিউডের শীর্ষ ১০ উপার্জনকারী
১. অ্যাডাম স্যান্ডলার (৭ কোটি ৩০ লাখ ডলার)
২. মার্গো রবি (৫ কোটি ৯০ লাখ ডলার)
৩. টম ক্রুজ (৪ কোটি ৫০ লাখ ডলার)
৪. রায়ান গসলিং (৪ কোটি ৩০ লাখ ডলার)
৫. ম্যাট ডেমন (৪ কোটি ৩০ লাখ ডলার)
৬. জেনিফার অ্যানিস্টন (৪ কোটি ২০ লাখ ডলার)
৭. লিওনার্দো ডিক্যাপ্রিও (৪ কোটি ১০ লাখ ডলার)
৮. জেসন স্টেটহাম (৪ কোটি ১০ লাখ ডলার)
৯. বেন অ্যাফ্লেক (৩ কোটি ৮০ লাখ ডলার)
১০. ডেনজেল ওয়াশিংটন (২ কোটি ৪০ লাখ ডলার)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস