Connect with us

গান বাজনা

আসিফ ও ইমরানের ‘মন জানে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আসিফ আকবর ও ইমরান মাহমুদুল (ছবি: ডিএমএস)

দুই প্রজন্মের দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও ইমরান মাহমুদুল নতুন বছরে শ্রোতাদের উপহার দিতে একসঙ্গে একটি গান তৈরি করলেন। এটি আসিফ গেয়েছেন, ইমরান সুর ও সংগীত পরিচালনা করেছেন। এর শিরোনাম ‘মন জানে’। 

আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে। আমরা একসঙ্গে যে গান করেছি, আশা করি সেটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

নতুন গান প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বেড়ে উঠেছি। আমাদের কাছে তখন গান মানেই আসিফ ভাই। তাই তার জন্য গান তৈরি করলে মনে অন্যরকম অনুভূতি আসে। আমাদের এই গান শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

‘মন জানে’ গানের পোস্টার (ছবি: ধ্রুব মিউজিক স্টেশন)

‘মন জানে’ গানের একটি ভিডিও তৈরি হয়েছে। এতে দেখা যাবে আসিফ ও ইমরানকে। মূল মডেল হিসেবে থাকছেন মাফতোহা জিম, আহমেদ বিন সজিব ও মোহতারাম। ভিডিওর নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

আসিফ আকবর ও ইমরান মাহমুদুল (ছবি: ডিএমএস)

দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে আগামী ৫ জানুয়ারি প্রকাশ হবে ‘মন জানে’। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ