সিনেমা হল
একসঙ্গে এলো মারভেলের ভিলেন ও ডিজনির মুফাসা
মারভেল কমিকসের জনপ্রিয় ভিলেন ক্র্যাভেন প্রথমবারের মতো হাজির হলো বড় পর্দায়। তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আমেরিকান সুপারহিরো সিনেমা ‘ক্র্যাভেন দ্য হান্টার’। অন্যদিকে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির ফটোরিয়েলিস্টিক অ্যানিমেটেড সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল হিসেবে এসেছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। দুটি সিনেমা নিয়েই ভক্তদের ব্যাপক আগ্রহ ও দর্শকদের বেশ আলোচনা রয়েছে। সুখবর হলো, গতকাল (২০ ডিসেম্বর) এগুলো একসঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
সনি’র স্পাইডার-ম্যান ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি ‘ক্র্যাভেন দ্য হান্টার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন। অন্যান্য চরিত্রে আছেন রাসেল ক্রো, আরিয়ানা ডিবোস, ফ্রেড হেশিঙ্গার, আলেসান্দ্রো নিভোলা, ক্রিস্টোফার অ্যাবোট। স্পাইডার-ম্যান ইউনিভার্সের আগের পাঁচটি কিস্তির মতো এতেও মাকড়সা-মানবের দেখা নেই! সনি পিকচার্স রিলিজিংয়ের পরিবেশনায় গত ১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে জে. সি. চ্যান্ডর পরিচালিত ২ ঘণ্টা ৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।
অন্যদিকে অস্কারজয়ী ‘মুনলাইট’ সিনেমার পরিচালক ব্যারি জেনকিন্স বানিয়েছেন ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এতে অনাথ সিংহ মুফাসার শৈশব, তার উত্থান ও রাজা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যারন পিয়ের। সিম্বার ভূমিকায় সংলাপ বলেছেন ডোনাল্ড গ্লোভার। সিম্বার সঙ্গীনি নালা চরিত্রে আবার কণ্ঠ দিয়েছেন আমেরিকান গায়িকা বিয়ন্সে। তার মেয়ে ব্লু আইবি কার্টার কণ্ঠ দিয়েছেন সিম্বা ও নালার মেয়ে কিয়ারার ভূমিকায়। রাফিকি, টিমন ও পুম্বার চরিত্রে আবার কণ্ঠ দিয়েছেন যথাক্রমে জন ক্যানি, সেথ রোজেন ও বিলি আইশনার।
নতুন যুক্ত হয়েছেন কেলভিন হ্যারিসন জুনিয়র, টিফানি বুন, ম্যাডস মিকেলসেন, থ্যান্ডি নিউটন, লেনি জেমস, আনিকা নোনি রোজ। ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় গতকাল যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে ১ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস