টেলিভিশন
একসঙ্গে তিন টিভি চ্যানেলে সিরিজ হিসেবে আট দিন ‘৮৪০’
বড় পর্দার পর এবার ছোট পর্দায় দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’। এক্ষেত্রে থাকছে চমক! আট পর্বের সিরিজ হিসেবে একসঙ্গে তিনটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এটি। আরও চমকপ্রদ খবর হলো, সিনেমার চেয়ে বাড়তি বেশ কিছু দৃশ্য থাকবে সিরিজে। ছোট পর্দায় প্রচার হলেও সিনেমাহলে ঠিকই দেখা যাবে ‘৮৪০’।
গতকাল (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভিডিওতে যুক্ত হয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “টেলিভিশন চ্যানেলে দেখানো হবে ‘৮৪০’, এজন্য আমি খুবই খুশি। কারণ আরো বেশি মানুষের কাছে যাবে এটি। পাশাপাশি সিনেমাহলে ‘৮৪০’ থাকবে। তবে সিরিজ হিসেবে এর অন্য সংস্করণ পাবেন দর্শকরা। ছোট পর্দায় বাড়তি অনেক দৃশ্য থাকবে। ভিন্ন দুটি মাধ্যমে এটি নেওয়ার কারণ এখন মানুষের দেখার মাধ্যম বদলে গেছে। যখন আমরা সিনেমাটির বিভিন্ন দৃশ্য রিল আকারে ছাড়বো তখন নিশ্চয়ই এর পরিবেশনার ভঙ্গি অন্যরকম হবে। আগামীতে যেকোনও সৃজনশীল কাজের ভিন্ন ভিন্ন ব্যবহারের ব্যাপার মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। তাতে অনেক রকমের দর্শকের কাছে পৌঁছানো যায়।”
ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের ছাদবারান্দায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন ‘৮৪০’ সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা নাসির উদ্দিন খান। এছাড়া ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা ও চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
আগামী ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে প্রচার হবে ‘৮৪০’। ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি করে পর্ব দেখা যাবে। এরমধ্যে চ্যানেল আইয়ে রাত ৮টা ২০ মিনিটে (পুনঃপ্রচার পরদিন দুপুর ১২টা ০৫ মিনিটে), আরটিভিতে রাত ৮টায় (পুনঃপ্রচার পরদিন সকাল ৮টায়) এবং দীপ্ত টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে (পুনঃপ্রচার পরদিন দুপুর ১টা ৩০ মিনিট) প্রচার হবে এটি।
বাংলাদেশের গৎবাঁধা রাজনৈতিক বাস্তবতাকে বিদ্রুপাত্মকভাবে তুলে ধরতে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নির্মাণ করেছেন ফারুকী। এতে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যিনি মেয়র হিসেবে অনেক উন্নয়ন করার পরও সাধারণ জনগণের ভালোবাসা পান না।
সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করেছেন ফারুকী ও মারজুক রাসেল। মেয়রের একজন সহযোগী হিসেবে অভিনয় করেছেন মারজুক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতউল্লাহ, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, আশুতোষ সুজন, প্রান্তর দস্তিদারসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী। রাজশাহী ও নওগাঁয় এর অধিকাংশ দৃশ্যের শুটিং হয়েছে।
বাংলাদেশের রাজনীতিবিদদের বিদ্রুপ করে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ‘৪২০’ ব্যাপক আলোচিত হয় ২০০৭ সালে। এর ডাবল-আপ হিসেবে তৈরি হয়েছে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। গত বছরের ১৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় এটি।
‘৮৪০’ সিনেমার আরেক সহ-প্রযোজক ফরিদুর রেজা সাগর। এর সহ-পরিচালক গোলাম কিবরিয়া ফারুকী। চিত্রগ্রহণে শেখ রাজিবুল ইসলাম, শব্দসজ্জায় রিপন নাথ, সম্পাদনায় তাহসিন মাহিন ও পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী। আবহসংগীত সাজিয়েছেন পাভেল আরীন। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় এটি একটি ছবিয়াল নির্মাণ।
সর্বশেষ ২০১৭ সালে বড় পর্দায় মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এরপর ‘শনিবার বিকেল’ ও “নো ল্যান্ড’স ম্যান” বড় পর্দার জন্য তিনি তৈরি করলেও বিভিন্ন জটিলতায় এগুলো আলোর মুখ দেখেনি দেশে। ‘৮৪০’-এর মধ্য দিয়ে তার নতুন কোনো সিনেমা বড় পর্দায় এলো সাত বছর পর।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস