গান বাজনা
একসঙ্গে নতুন গান গাইলেন সিয়াম ও হিমি

‘ইত্যাদি’তে সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি (ছবি: ফাগুন অডিও ভিশন)
ঢালিউড তারকা সিয়াম আহমেদ ও ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে দর্শক-শ্রোতারা পৃথকভাবে অনেক গানে ঠোঁট মেলাতে দেখেছেন। এবার তারা কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন অভিনয়ের এই দুই তারকা।
সিয়াম ও হিমি একসঙ্গে কখনো অভিনয় করেননি। ‘ইত্যাদি’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা। তবে অভিনয় নয়, একটি রোমান্টিক গান গেয়েছেন তারা।
‘ইত্যাদি’র উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত মনে করেন, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও চমৎকার গেয়েছেন সিয়াম ও হিমি। এর শুটিং হয়েছে চারদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন স্থানে। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

‘ইত্যাদি’তে সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি (ছবি: ফাগুন অডিও ভিশন)
গত ঈদের ‘ইত্যাদি’তে অভিনেত্রী তাসনিয়া ফারিণের কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হয়। তার ও তাহসানের গাওয়া দ্বৈত গান ‘রঙে রঙে রঙিন হবো’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সিয়াম ও হিমির গাওয়া গানটি নিয়েও ‘ইত্যাদি’র নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন আশাবাদী।
এদিকে এবারের ঈদের ‘ইত্যাদি’তে প্রথমবার একসঙ্গে গান গেয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। এছাড়া একসঙ্গে নেচেছেন অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা।
অনলাইনের প্রতি নির্ভরতা ও এর ফাঁদের বিষয়টি সুরে সুরে তুলে ধরেছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী, এফএস নাঈম ও নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। মধ্যবয়সীদের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবুর গাওয়া একটি গানে তার সঙ্গে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপ শিল্পী মাহমুদুল হাসান। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে অনুষ্ঠানটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস