ঢালিউড
এক্সক্লুসিভ ‘তুফান’ পোস্টারে শাকিব-মিমির সঙ্গে নাবিলা

‘তুফান’ সিনেমার পোস্টারে মিমি চক্রবর্তী, শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা (ছবি: চরকি)
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার পোস্টার, টিজার ও আইটেম গান প্রকাশ্যে এসেছে। এগুলোতে ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা গেছে। ‘আয়নাবাজি’ তারকা মাসুমা রহমান নাবিলাকে কোথাও পাওয়া যায়নি। তিনি এই সিনেমার আরেক নায়িকা। অবশেষে এক্সক্লুসিভ ‘তুফান’ পোস্টারে শাকিব-মিমি জুটির সঙ্গে দেখা গেলো তাকে। এরপর থেকে অভিনন্দনে ভাসছেন এই তারকা।
গতকাল (২ জুন) সোশ্যাল মিডিয়ায় ‘তুফান’ সিনেমার নতুন পোস্টার শেয়ার করেন নাবিলা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অদম্য এ তুফান।’

‘তুফান’ সিনেমার পোস্টারে শাকিব খান ও মিমি চক্রবর্তী (ছবি: চরকি)
ফেসবুকে নাবিলার পোস্ট শেয়ার দিয়ে অভিনেত্রী আফসান আরা বিন্দু লিখেছেন, ‘মাসুমা রহমান নাবিলা, বন্ধু হিসেবে আমি গর্বিত। হীরার মতো জ্বলজ্বল করো। তোমার আসন্ন সিনেমার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ‘তুফান’ সিনেমার নতুন পোস্টার শেয়ার দিয়ে লিখেছেন, ‘অভিনন্দন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির জন্য হইচই হোক।’
এছাড়া ফেসবুকে কমেন্টের ঘরে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী তানভিন সুইটি, উপস্থাপক মৌসুমী মৌ, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনসহ অনেকে।

‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানে শাকিব খান (ছবি: চরকি)
এদিকে ‘তুফান’ সিনেমার আইটেম গান ‘লাগে উরাধুরা’ প্রকাশের পাঁচ দিনে শুধু চরকির ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে ৮২ লাখ বার। এটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এর কথা লিখেছেন শরিফ উদ্দিন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজ্জাক দেওয়ান ও প্রীতম হাসান।
আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। সিনেমাটি দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী প্রযোজক এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস