Connect with us

ঢালিউড

এখনই পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সুনামগঞ্জসহ সিলেট এখন বন্যায় প্লাবিত। সেখানে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেটবাসীর করুণ অবস্থায় শোবিজ তারকারাও সমব্যথী। সংকটময় পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তারা সবাইকে বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া ও সিয়াম আহমেদ

চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া ও সিয়াম আহমেদ (ছবি: ফেসবুক)

অভিনেতা চঞ্চল চৌধুরী পানির ওপর পাতিলে ভেসে বেড়ানো শিশুদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘দুঃসময়। আসুন মানবতার হাত বাড়াই।’

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য যেসব উদ্যোগ নেওয়া শুরু হয়েছে সেই উদ্যোগগুলোর লিংক নিজের স্ট্যাটাসের কমেন্ট সেক্শনে শেয়ার করতে বলেছেন।

চিত্রনায়ক সিয়াম আহমেদ হাওরের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, ‘আমার এখনো মনে আছে টাঙ্গুয়ার হাওরের জলরাশি, ট্রলারের কথা। বন্ধুদের নিয়ে গিয়েছিলাম হাওর দেখতে। সুনামগঞ্জের মানুষের আতিথেয়তা ও ভালোবাসা মুগ্ধ করেছিল যেন হাওরের চেয়েও বেশি। সেই সুনামগঞ্জ আজ কাঁদছে। বন্যায় ডুবে গেছে সুনামগঞ্জের ৯০ শতাংশ ঘরবাড়ি। আমরা সুউচ্চ দালানে বসে ওয়েদার ডিমান্ড, ঝর ঝর মুখর বাদল দিনে যখন লিখছি তখন সুনামগঞ্জ তথা সিলেটের মানুষ বন্যার সঙ্গে লড়াই করছেন। সবাই মিলে চলুন এখনই পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই সুনামগঞ্জ ও সিলেটবাসীর জন্য। প্রাকৃতিক এই দুর্যোগে যেন একটি প্রাণও না হারায়। একটি স্বপ্নও আর জলের স্রোতে ভেসে না যাক।’

অভিনেত্রী শবনম ফারিয়া জানিয়েছেন, তার জন্মস্থান সুনামগঞ্জ। তিনি বলেন, ‘বাবার পোস্টিং ছিলো সেখানে। যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি। কিন্তু গত কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে।’

আসিফ আকবরের স্ট্যাটাস বলছে, “সিলেট সুনামগঞ্জ ভাসছে। আমরা একটু সিরিয়াস হই। আসুন বানভাসি মানুষকে নিয়ে ভাবি, পারলে কিছু করি। ’৮৮, ’৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ আকার ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকবো, আপনিও প্রস্তুত থাকুন। বেঁচে থাকার লড়াই চলবে।”

অভিনেত্রী শানারেই দেবী শানুর গ্রামের বাড়ি সিলেটে। নিজের ঘর, শহর বন্যার জলে ডুবে আছে। তাই কিছুই ভালো লাগছে না তার, ‘ঢাকায় বসে দূর থেকে শুধু দুর্ভোগটা দেখে যাচ্ছি। প্রার্থনা ছাড়া কিছুই করতে পারছি না।’

এর আগে দীর্ঘ স্ট্যাটাসে শানারেই দেবী শানু লিখেছেন, ‘সিলেটের অবস্থা প্রচন্ড শোচনীয়। শহর বন্দি ও পানিআক্রান্ত। এত বছরের ইতিহাসে এমন বন্যা বিপর্যস্ত করেনি শহরকে। শহরবাসীর ঘরে ঘরে পানি ঢুকে গেছে। ঘরের আসবাবপত্র ভেসে যাচ্ছে, বিদ্যুৎ সংযোগ নেই। পানি সংকট শুরু হয়েছে। দোকানে মোমবাতি পর্যন্ত সংকট দেখা দিচ্ছে। জানি না, নিজের শহর সিলেটের আপন মানুষগুলোর এমন দুর্বিষহ বিপদের কথা শুনে কেমন করে স্থির থাকবো। দূর থেকে প্রার্থনা ছাড়া আর কিছু আপাতত শক্তি নেই। শরীর-মন এমনিতেই বিপর্যস্ত, তার ওপর প্রিয় সিলেটের এমন দুর্দিনের খবরে আরো মুষড়ে পড়ছি। প্রার্থনা সিলেটের জন্য। আর বৃষ্টি না হোক, সব পানি নেমে যাক দ্রুত, প্রার্থনা শুধুই প্রার্থনা। সুস্থ নিরাপদে থাকুক প্রিয়জন। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে এই বিপদে পাশে থাকি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন একমাত্র প্রশাসন পারে এই ভয়াবহ বন্যার দুর্ভোগ থেকে সিলেটকে সহায়তা দিতে। সবাই যার যার অবস্থান থেকে দেশের এই দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। কারণ এই পরিস্থিতিতে সাধারণভাবে আমাদের সশরীরে গিয়ে সাহায্য করার উপায় নেই।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ