Connect with us

ওটিটি

এবার ওটিটিতে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: চরকি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে সাজানো পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এর মূল উপজীব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার ব্যক্তিজীবন। তিনি নিজের বিদেশ জীবন ও দেশে ফিরে আসার কথা বলেছেন এতে।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এ ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ সময়ের কথা বর্ণনা করা হয়েছে, যেদিন বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা কীভাবে বেঁচে ছিলেন সেই ইতিহাস অনেকের কাছেই অজানা। সেই অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: চরকি)

জাতীয় শোক দিবসের সঙ্গে প্রামাণ্যচিত্রটির সম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখে চরকিতে আগামীকাল (১৫ আগস্ট) মুক্তি দেওয়া হচ্ছে এটি।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু আর খান। নির্মাণ ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সত্যনিষ্ঠ জীবনপ্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছি। প্রামাণ্যচিত্রে একজন শেখ হাসিনার রান্নাঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবন ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে।’

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: চরকি)

২০১৮ সালের ১৬ নভেম্বর সারাদেশের নির্ধারিত সিনেমাহলে প্রথম প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রটি। সিলভার স্ক্রিনে প্রদর্শনী শুরুর পর দুই সপ্তাহ বক্স অফিসে সফল ছিলো ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। আন্তর্জাতিক বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও প্রশংসিত হয় এই প্রামাণ্যচিত্র। দর্শক চাহিদা থাকায় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে এটি।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের পোস্টার (ছবি: চরকি)

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস। এর দুই প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু।

সিনেমাওয়ালা প্রচ্ছদ