ওটিটি
এবার ট্রাক ড্রাইভার চঞ্চল, মুক্তি পাচ্ছে ‘দুই দিনের দুনিয়া’
‘দেবী’র পর আবার অনম বিশ্বাসের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। এবার চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ নিয়ে আসছেন তারা। এতে ব্যবহৃত ‘ট্যাকা ও পাখি’ শিরোনামের একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
‘দুই দিনের দুনিয়া’য় ট্রাক ড্রাইভার সামাদ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। হাইওয়েতে অদ্ভুত ও রহস্যময় জামশেদের সঙ্গে দেখা হয় তার। জামশেদ দাবি করে, সে ভবিষ্যত থেকে এসেছে! সামাদ বুঝে উঠতে পারে না জামশেদ আসলে কী। পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার? জামশেদের সঙ্গে সামাদের দুই দিনের এক পথচলা শুরু হয়। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
জামশেদ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তার সঙ্গে অনেকদিন পর একফ্রেমে আসছেন চঞ্চল চৌধুরী। ওটিটিতে একসঙ্গে এবারই প্রথম কাজ করলেন তারা।
চরকির বেশ কয়েকজন সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, “আমাদের দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ভালো ভালো কাজ করছে, এটা আমাদের জন্য উৎসাহের ও প্রেরণার। চরকিতে অনেক ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি, তবে ‘দুই দিনের দুনিয়া’র গল্পটা একেবারেই আনকমন। পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ কলাকুশলীরা মিলে দর্শকদের খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। আমি মনে করি, ‘দুই দিনের দুনিয়া’ একটি মানসম্পন্ন কাজ হয়েছে।”
অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, “চরকির বেশ কয়েকটি কাজ করেছি। সেগুলো বেশ প্রশংসিত হয়েছে। ‘দুই দিনের দুনিয়া’ নিয়েও আমি বেশ আশাবাদী। গল্পটা শুনেই জামশেদ চরিত্রে কাজ করার ইচ্ছে হয়েছে। অনম বিশ্বাসের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার প্রত্যাশা, বাংলা ভাষাভাষি দর্শকদের কাছে ‘দুই দিনের দুনিয়া’ নতুন মাত্রা যোগ করবে।”
চরকিতে অনম বিশ্বাসের প্রথম কাজ ‘দুই দিনের দুনিয়া’। পরিচালক বলেন, ‘দুই-তিন বছর ধরে এই গল্প নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কাজটা শেষ হয়েছে। গল্পে দেশীয় আবহের সঙ্গে সায়েন্স-ফিকশন ঘরানার সংমিশ্রণ রয়েছে।’
‘দেবী’র পর আবার চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন পরিচালক, “চঞ্চল ভাই দারুণ একজন অভিনেতা। তিনি অনায়াসে এক চরিত্র থেকে আরেক চরিত্রে ঢুকে যেতে পারেন। ‘দুই দিনের দুনিয়া’য় ট্রাক চালানোর মতো কঠিন কাজ সহজেই করেছেন।”
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি জানান, মিস্ট্রি-ড্রামা ঘরানার সিনেমা ‘দুই দিনের দুনিয়া’ মুক্তি পাবে আগামী ১৩ অক্টোবর রাত ৮টায়।
প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘দুই দিনের দুনিয়া’। এতে আরও অভিনয় করেছেন তানভীন সুইটি (মারুফা), মৌসুমী হামিদ (লতা), তানিয়া বৃষ্টি (বিউটি), রাকিব হোসাইন ইভন (আকবর), ইকবাল হোসেইন (রুস্তম) প্রমুখ।
‘দুই দিনের দুনিয়া’ সিনেমায় রয়েছে তিনটি গান। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। এরমধ্যে ‘ট্যাকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো’ গেয়েছেন মাশা ইসলাম, এর কথা লিখেছেন অনম বিশ্বাস।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস