ওয়ার্ল্ড সিনেমা
এসএজি অ্যাওয়ার্ডসে এশিয়ার তারকাদের জয়

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার অভিনয়শিল্পী (বাঁ থেক) কে হুই কোয়ান, স্টেফানি সু, জেমস হঙ, মিশেল ইয়ো ও জেমি লি কার্টিস (ছবি: টুইটার)
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসে সামনের সারির প্রায় সব পুরস্কার জিতলো ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এতে রয়েছে এশিয়ার অভিনয়শিল্পীদের প্রাধান্য। সর্বোচ্চ পুরস্কারের পাশাপাশি এর অভিনেতা-অভিনেত্রীরা আলাদাভাবেও পুরস্কার পেয়েছেন। রবিবার (বাংলাদেশ সময় ২৭ ফেব্রুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্রেন্ডন ফ্রেজার (ছবি: টুইটার)
২৯তম এসএজি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
পূর্ণদৈর্ঘ্য সিনেমার সেরা অভিনয়শিল্পীর সম্মিলন: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
পূর্ণদৈর্ঘ্য সিনেমার সেরা স্টান্ট সম্মিলন: টপ গান: ম্যাভেরিক

জেসিকা চ্যাস্টেইন (ছবি: টুইটার)
ড্রামা সিরিজে সেরা অভিনয়শিল্পীর সম্মিলন: দ্য হোয়াইট লোটাস
কমেডি সিরিজে সেরা অভিনয়শিল্পীর সম্মিলন: অ্যাবট এলিমেন্টারি
সেরা অভিনেতা (টিভি মুভি অথবা মিনি সিরিজ): স্যাম এলিয়ট (১৮৮৩)
সেরা অভিনেত্রী (টিভি মুভি অথবা মিনি সিরিজ): জেসিকা চ্যাস্টেইন (জর্জ অ্যান্ড ট্যামি)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জেসন বেইটম্যান (ওজার্ক)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
টিভি সিরিজের সেরা স্টান্ট সম্মিলন: স্ট্রেঞ্জার থিংস
আজীবন সম্মাননা: স্যালি ফিল্ড
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস