Connect with us

গান বাজনা

শাকিবের ঢাকা ক্যাপিটালসের থিম সং এসে গেলো, নাচলেন একডজন তারকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ে শাকিব খান (ছবি: রিমার্ক-হারল্যান)

বিপিএলে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বহুল প্রতীক্ষিত থিম সং প্রকাশিত হলো। ইউটিউবে এসকে ফিল্মস চ্যানেলে এটি এসেছে। এতে নেচেছেন ও গানে ঠোঁট মিলিয়েছেন একডজন তারকা। এছাড়া শাকিবের উপস্থিতি তো আছেই।

ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ের ভিডিওতে পর্দায় এসেছেন অভিনেতা সিয়াম আহমেদ, মামনুন ইমন, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, অর্চিতা স্পর্শিয়া, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘি, সারিকা সাবাহ, মিম মানতাশা, নাবিলা ইসলাম, মডেল তানজিয়া জামান মিথিলা, সেমন্তী সৌমি।

ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ে পূজা চেরি ও সিয়াম আহমেদ (ছবি: রিমার্ক-হারল্যান)

৩ মিনিটের ভিডিওটির শুরুতে রয়েছে শাকিবের কিছু অভিব্যক্তি আর সংলাপ। গানের শেষে আবার পর্দায় হাজির হন তিনি। তখন তার সঙ্গে দেখা যায় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরারা, ওপেনার অ্যালেক্স হেলস, ডানহাতি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আবু জায়েদ রাহীকে।

ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ে (বাঁ থেকে) বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি ও অর্চিতা স্পর্শিয়া (ছবি: রিমার্ক-হারল্যান)

গানটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ রুশো। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন এবং সম্পাদনা, রঙ বিন্যাস ও চিত্রগ্রহণ করেছেন রাকিব আহমেদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ