Connect with us

ওটিটি

ওটিটিতে এলো শাকিব খানের ‘দরদ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)

বড় পর্দার পর এবার ঘরে বসেই উপভোগ করা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে এটি। মাত্র ৩৩ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে ১৫ দিন পর্যন্ত চারটি আলাদা ডিভাইসে এটি দেখা যাবে।

গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশসহ কয়েকটি দেশে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত রোমান্টিক সাইকো-থ্রিলার ‘দরদ’। এর মধ্য দিয়ে ঈদ ছাড়াই শাকিকের সিনেমা আলোর মুখ দেখেছে অনেক বছর পর। অবশ্য এটি ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা বলা হলেও ভারতে মুক্তি পায়নি।

‘দরদ’ সিনেমায় শাকিব খান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)

‘দরদ’ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তাকে দেখা গেছে ফাতেমা চরিত্রে।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য অনন্য মামুনের লেখা। গল্পের প্রেক্ষাপট ভারতের বেনারস শহর। সেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হয়। এসব ঘটনায় সন্দেহের মধ্যে পড়ে অটো ট্যাক্সি চালক দুলু মিয়া।

‘দরদ’ সিনেমায় সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)

বাংলাদেশি মডেল সাফা মারুয়ার রুপালি পর্দায় অভিষেক হয়েছে সিনেমাটির মাধ্যমে। এতে এছাড়া অভিনয় করেছেন কলকাতার তারকা পায়েল সরকার, বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেতা রাহুল দেব, রাজেশ শর্মা, অলোক জৈন, বিশ্বজিৎ চক্রবর্তী, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও।

‘দরদ’ সিনেমায় সোনাল চৌহান ও শাকিব খান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)

সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। হিন্দি গান লিখেছেন তিনিই। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। বাংলা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান মাহমুদুল। হিন্দি গান গেয়েছেন ভারতের মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।

‘দরদ’ সিনেমায় সোনাল চৌহান ও শাকিব খান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। এর প্রযোজক হিসেবে ভারতের অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার এসকে মুভিজের সঙ্গে আছে বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর কিবরিয়া ফিল্মস ও অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ