ওটিটি
ওটিটিতে এলো শাকিব খানের ‘দরদ’
বড় পর্দার পর এবার ঘরে বসেই উপভোগ করা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে এটি। মাত্র ৩৩ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে ১৫ দিন পর্যন্ত চারটি আলাদা ডিভাইসে এটি দেখা যাবে।
গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশসহ কয়েকটি দেশে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত রোমান্টিক সাইকো-থ্রিলার ‘দরদ’। এর মধ্য দিয়ে ঈদ ছাড়াই শাকিকের সিনেমা আলোর মুখ দেখেছে অনেক বছর পর। অবশ্য এটি ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা বলা হলেও ভারতে মুক্তি পায়নি।
‘দরদ’ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তাকে দেখা গেছে ফাতেমা চরিত্রে।
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য অনন্য মামুনের লেখা। গল্পের প্রেক্ষাপট ভারতের বেনারস শহর। সেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হয়। এসব ঘটনায় সন্দেহের মধ্যে পড়ে অটো ট্যাক্সি চালক দুলু মিয়া।
বাংলাদেশি মডেল সাফা মারুয়ার রুপালি পর্দায় অভিষেক হয়েছে সিনেমাটির মাধ্যমে। এতে এছাড়া অভিনয় করেছেন কলকাতার তারকা পায়েল সরকার, বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেতা রাহুল দেব, রাজেশ শর্মা, অলোক জৈন, বিশ্বজিৎ চক্রবর্তী, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও।
সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। হিন্দি গান লিখেছেন তিনিই। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। বাংলা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান মাহমুদুল। হিন্দি গান গেয়েছেন ভারতের মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। এর প্রযোজক হিসেবে ভারতের অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার এসকে মুভিজের সঙ্গে আছে বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর কিবরিয়া ফিল্মস ও অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস