ওটিটি
ওটিটিতে রানির অরুচি

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউডের গল্পপ্রধান সিনেমা কেবল ওটিটি প্ল্যাটফর্মে দর্শক টানতে পারে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু অভিনেত্রী রানি মুখার্জি এটি পুরোপুরি মানতে নারাজ। দীর্ঘদিন পর তিনি বড় পর্দায় ফিরেছেন। তার নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ অভাবনীয় সাড়া পেয়েছে। ওটিটি ছাড়াও যে গল্পপ্রধান সিনেমা দর্শকদের মন জয় করতে পারে, এটাই তার প্রমাণ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রানি জানান, ওটিটিতে কখনো কাজ করবেন না। সবসময় রুপালি পর্দার জন্য কাজ করে যেতে চান তিনি। নিজেকে সিনেমার অভিনয়শিল্পী মনে করেন ৪৫ বছর বয়সী এই তারকা।

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
ওটিটি এবং বড় পর্দায় সিনেমা দেখার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখেন রানি। তিনি বলেন, “সিনেমা হলে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো ফিল্ম দেখলে দর্শকরা পুরোপুরি সংযুক্ত থাকতে পারে। কিন্তু সেই দর্শক বাসায় কোনও সিনেমা দেখলে অন্যরা তার মুখ ও প্রতিক্রিয়াসহ সব দেখতে পায়। সিনেমা হলের অন্ধকার পরিবেশে কাঁদলে দর্শকের আবেগ মুক্ত হতে পারে। সেখানে তাকে কেউ দেখে না।”

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
রানি যোগ করেছেন, ‘সিনেমা হল দর্শককে অন্য জগতে নিয়ে যায়। আমি সবসময় বড় পর্দার জন্য কাজ করতে চাই, কারণ আমি সিনেমার একজন অভিনয়শিল্পী। আমার এই অভিজ্ঞতা বিশ্বের আর কোনো কিছুতে তুলে ধরতে পারবো না। দর্শকরা সিনেমা হলে ফিল্ম দেখার জন্য বিশেষভাবে পরিকল্পনা করে। এক্ষেত্রে তাদের একটি প্রচেষ্টা থাকে। সারাদিন কাজ করার পরপরই ঘরে ফিরতে ইচ্ছে করে না অনেকের। তখন তারা পছন্দমতো সিনেমা দেখতে চায়। এর অর্থ কী দাঁড়ায়? রিমোট চেপে মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে আমরা এতো কঠোর পরিশ্রম করি না। অন্তত আমরা তেমন সম্মান চাই যে, তারা আমাদের কাজ দেখতে আলাদাভাবে পরিকল্পনা করছে। এটাই আমাদের সামনে এগিয়ে দেয়।’

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
সাগরিকা চক্রবর্তী নামের এক নারীর জীবনের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। নিজের সন্তানের জন্য নরওয়ে চাইল্ড সার্ভিসেসের সঙ্গে ২০১১ সাল থেকে দুই বছর লড়াই করেছেন তিনি। এতে তুলে ধরা হয়েছে তার সেই হৃদয়ছোঁয়া সংগ্রাম। মা হিসেবে অযোগ্য অভিযুক্ত হয়েছিলেন তিনি। সেই ঘটনা সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো।
নরওয়েতে সিনেমাটির প্রচারণার সময় সাগরিকা চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে রানির। তখন আবেগপ্রবণ হয়ে পড়েন বাঙালি এই তারকা।

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
সাগরিকার লেখা ‘দ্য জার্নি অব অ্যা মাদার’ গ্রন্থ অবলম্বনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ পরিচালনা করেছেন অসীমা ছিব্বার। গত ১৭ মার্চ মুক্তি পায় এটি। এতে আরো অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব ও নীনা গুপ্তা।
ব্যক্তিজীবনে প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী রানি মুখার্জি। তাদের সাত বছর বয়সী এক মেয়ে আছে। তার নাম আদিরা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস