Connect with us

ওটিটি

ওটিটির নতুন পলিসিতে ঝুলে আছে নওয়াজের ৭ সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)

ওটিটিতে গা ভাসানোর ক্ষেত্রে নওয়াজুদ্দিন সিদ্দিকী ভারতীয় অভিনেতাদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছেন বলা চলে। ২০১৮ সালে নেটফ্লিক্সের প্রশংসিত ‘স্যাক্রেড গেমস’ ওয়েব সিরিজে তাকে দেখা যায়। এটি এমন সাড়া জাগিয়েছে যে, ভারতের ডিজিটাল শিল্পকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

২০২০ সালে করোনা মহামারির কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় সরাসরি অনলাইনে মুক্তি পেতে থাকে একের পর এক সিনেমা। তখন জিফাইভের মাধ্যমে অনলাইনে প্রিমিয়ার হওয়া প্রথম সিনেমা ছিলো নওয়াজ অভিনীত ‘ঘূমকেতু’। একই বছর নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘সিরিয়াস মেন’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০২১ সালে তার নতুন কোনো কাজ আসেনি।

চলতি বছর টাইগার শ্রফের ‘হিরোপান্তি টু’তে খল চরিত্রে পর্দায় ফেরেন নওয়াজ। ইতোমধ্যে প্রায় ডজনখানেক সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তাই ভক্তদের প্রশ্ন, ওটিটিতে তাহলে কেনো আগের মতো নিয়মিত পাওয়া যাচ্ছে না তাকে?

নওয়াজুদ্দিন সিদ্দিকী

‘জোগিরা সারা রা রা’য় নেহা শর্মা এবং ‘বোলে চুড়িয়া’ সিনেমায় তামান্না ভাটিয়ার বিপরীতে নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: টুইটার)

জানা গেছে, সরাসরি অনলাইনে প্রিমিয়ারের জন্য এখন আর নতুন সিনেমা নিচ্ছে না ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। উল্টো আগে সিনেমা হলে মুক্তি দিতে প্রযোজকদের চাপ দিচ্ছে তারা। কারণ সরাসরি অনলাইনে মুক্তি দিতে গেলে ফিল্ম মার্কেটিং করার দায়িত্ব ওটিটি প্ল্যাটফর্মের ওপর পড়ে। অনেক ক্ষেত্রে বেশি দাম দিয়ে কেনা মাঝারি মানের সিনেমা কাঙ্ক্ষিত দর্শকপ্রিয়তা পায়নি। ফলে ওটিটি প্ল্যাটফর্মগুলো লোকসানের মুখে পড়েছে। তাই পলিসি বদলানো হয়েছে।

ছোট বাজেটের সিনেমাগুলো নতুন নিয়মের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বেশি। এ তালিকায় রয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ‘জোগিরা সারা রা রা’, ‘নূরানি চেহরা’, ‘অদ্ভুত’, ‘সঙ্গীন’, ‘বোলে চুড়িয়া’, ‘রোম রোম মে’, ‘নো ল্যান্ডস ম্যান’। ওটিটি প্ল্যাটফর্মগুলো এসব সিনেমা প্রথমে সিনেমা হলে মুক্তি দিতে বলেছে প্রযোজকদের। কিন্তু ভারতে ছোট পরিসরের মুক্ত সিনেমার বাজার এখন সুবিধাজনক নয়। তাই বক্স অফিসে এগুলোর মোটা অঙ্কের টাকা পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)

ওটিটি প্ল্যাটফর্ম মনে করছে, সিনেমা হলে কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকদের মনোযোগ আকর্ষণের কাজটা সহজ হয়ে যায়। তাছাড়া নিজেদের প্রযোজিত সিনেমার প্রচারণায় সময় দিতে তারা নতুন পলিসি বেছে নিয়েছে। এ কারণে ন্যূনতম প্রচারণা চালিয়ে অনেক প্রযোজক নামকাওয়াস্তে সিনেমা হলে নিজেদের সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

গত জুলাই মাসে ‘জোগিরা সারা রা রা’র প্রযোজকরা জানান, তাদের সিনেমা প্রথমে সিনেমা হলেই মুক্তি পাবে। আসল ব্যাপার হলো, চাপে পড়ে তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তবে সিনেমা হলে মুক্তির প্রক্রিয়া এড়াতে পারলে যারপরনাই খুশি হতেন তারা।

নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)

নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তামান্না ভাটিয়ার ‘বোলে চুড়িয়া’ অনেকদিন ধরে মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। একই কথা প্রযোজ্য তনিষ্ঠা চ্যাটার্জি পরিচালিত ‘রোম রোম মে’ সিনেমার বেলায়। প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল এটি সিনেমা হলে মুক্তি দিতে হিমশিম খাচ্ছে।

গত জুলাইয়ে ভারতের ওটিটি প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন অনেক সিনেমা আছে যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত নিতে চাচ্ছে না। অথচ ফিল্ম ফেস্টিভ্যালে সেসব সিনেমা ব্যাপক আলোচিত। ওটিটি প্ল্যাটফর্মগুলো তারকা চায়, সুপারহিট তারকা। কিন্তু ওটিটির শুরুতে কাজ করেছেন কারা? অভিনেতারা! এটি সাফল্য পেয়েছে অভিনেতাদের সুবাদে। কিন্তু এখন কেউই ওটিটিতে অভিনেতাদের প্রয়োজন অনুভব করে না।’

নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)

যাই হোক, নিরাশার মধ্যেও আশার খবর আছে। নওয়াজ অভিনীত ‘আফওয়াহ’ সহ-প্রযোজনা করেছে টি-সিরিজ। শিগগিরই এটি সিনেমা হলে মুক্তি পাবে। সুধীর মিশ্রের পরিচালনায় এতে আরও আছেন ভূমি পেডনেকর।

নওয়াজের আরেক সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’ প্রযোজনা করেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। অ্যামাজন প্রাইম ভিডিওতে এর প্রিমিয়ারের বিষয়টি নিশ্চিত হয়েছে।

নওয়াজুদ্দিন সিদ্দিকী

‘হাড্ডি’ সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: টুইটার)

এদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী এখন ‘হাড্ডি’র শুটিং করছেন। অনলাইনে ভাইরাল হওয়া এর প্রথম পোস্টারে তাকে নারীর বেশে দেখা গেছে। এছাড়া ছত্রিশগড়ের কিংবদন্তি ফোকশিল্পী তিজান বাঈয়ের বায়োপিকে মুখ্য চরিত্রে থাকছেন তিনি। এটি প্রযোজনা করছেন নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ