Connect with us

টালিউড

পরীমণি কেনো লিখলেন, ‘কান্না পাচ্ছে কিন্তু আমার’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরীমণি (ছবি: ফেসবুক)

পশ্চিমবঙ্গের বড় পর্দায় অভিষেক হলো বাংলাদেশের অভিনেত্রী পরীমণির। আজ (১৭ জানুয়ারি) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। তবে ভিসা জটিলতায় কলকাতায় যেতে পারেননি তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন নায়িকা।

গতকাল (১৬ জানুয়ারি) বিকেলে ফেসবুকে পরীমণি লিখেছেন, “আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা কলকাতায় আমার প্রথম সিনেমা। সিনেমার মুক্তি তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো না! খুব মিস করছি আমার ‘ফেলুবক্সী’ টিমের সবাইকে।”

‘ফেলুবক্সী’র দৃশ্যে পরীমণি, সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার (ছবি: হিমানি ফিল্মস)

‘ফেলুবক্সী’তে নিজের সহশিল্পী সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, পরিচালক দেবরাজ সিনহা ও লাইন প্রডিউসার অদিতি বোসের নাম উল্লেখ করে পরী লিখেছেন, “কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাইহোক, কলকাতায় আমি যেতে পারিনি, কিন্তু ‘ফেলুবক্সী’র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমাহলে। আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম।”

‘ফেলুবক্সী’র লাবণ্যের সাজে পরীমণি (ছবি: হিমানি ফিল্মস)

‘ফেলুবক্সী’তে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। গত মাসে সোশ্যাল মিডিয়ায় তার বর্ণনা দেন তিনি। লাবণ্য আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে একটি ঘর আলোকিত করে। দীপ্তিময় মন আর তার চেয়েও আলোময় হাসি এবং অমায়িক মনোভাবের সঙ্গে বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রাখে সে, তাই মুহূর্তেই প্রিয় হয়ে ওঠে মেয়েটি। লাবণ্য চরিত্রটিকে কেন্দ্র করে রহস্য ঘণীভূত হয়।

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’তে নাম ভূমিকায় আছেন সোহম চক্রবর্তী। বিশ্বের নিত্যনতুন প্রযুক্তির বিষয়ে নিজেকে আপডেট রাখে সে। তার আগ্রহ খাওয়া-দাওয়া আর রহস্যের সমাধান করা।

‘ফেলুবক্সী’র পোস্টারে পরীমণি (ছবি: হিমানি ফিল্মস)

রেডিও জকি দেবযানী চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন শাতাফ ফিগার ও শ্রীচজিৎ আয়ুষ্মান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ড. কৃষ্ণেন্দু চ্যাটার্জি, প্রযোজনায় সন্দীপ সরকার। মিডিয়া নেক্সট এন্টারটেইনমেন্টের সহযোগিতায় এটি হিমানি ফিল্মসের নিবেদন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ