ওয়ার্ল্ড সিনেমা
ওবামার পছন্দের ১০ সিনেমা, তালিকার সবার ওপরে চমক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০২৪ সালে নিজের কাছে যেসব সিনেমা ভালো লেগেছে বেশি, সেগুলোর একটি তালিকা শেয়ার করেছেন। গতকাল (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় পছন্দের ১০টি সিনেমার নাম দিয়েছেন তিনি। তার কথায়, ‘দর্শকরা এগুলো দেখতে পারে।’
ওবামা প্রথমেই উল্লেখ করেছেন ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার নাম। ফলে ধারণা করা যায়, এটাই তার সবচেয়ে ভালো লেগেছে চলতি বছর।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা অ-ইংরেজি ভাষার সিনেমাসহ দুটি মনোনয়ন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এর সুবাদে গোল্ডেন গ্লোবসে প্রথম ভারতীয় হিসেবে সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন পায়েল কাপাডিয়া।
গত মে মাসে ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। কানের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর নির্বাচিত হওয়া ভারতীয় সিনেমা এটি।
সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড ও গোথাম অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা হিসেবে পুরস্কার পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর বেশিরভাগ সংলাপ মালায়লাম। এতে অভিনয় করেছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম। এর গল্প একই হাসপাতালে কর্মরত তিন নারীকে ঘিরে। তাদের মধ্যে নার্স প্রভা ও অনু একই বাসায় ভাড়া থাকে। মুম্বাই শহরের কোলাহলে নারীদের প্রেম, আকাঙ্ক্ষা ও একাকীত্ব কাব্যিকভাবে উপস্থাপন করা হয়েছে এতে।
View this post on Instagram
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের পছন্দের তালিকায় স্থান পাওয়ায় যারপরনাই আনন্দিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ টিম। ইনস্টাগ্রামে নিজেদের আনন্দ প্রকাশ করে তারা লিখেছেন, ‘বারাক ওবামার ২০২৪ সালের প্রিয় সিনেমার তালিকায় আমাদের স্থান পাওয়া সম্মানের! ভালোবাসা ও স্বীকৃতির জন্য অনেক কৃতজ্ঞ।’ পরাবাস্তব মুহূর্ত ও সিনেমা ম্যাজিক নামের দুটি হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তারা।
ওবামার পছন্দের তালিকায় এরপর আছে যথাক্রমে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, ‘ডুন: পার্ট টু’, ‘আনোরা’, ‘ডিডি’, ‘সুগারকেন’ ও ‘অ্যা কমপ্লিট আননোন’।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস