Connect with us

ওটিটি

‘ওভারট্রাম্প’ নিয়ে নতুন সাজে চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

ওয়েব সিরিজে বরাবরই নানান রূপে হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘তাকদীর’ থেকে শুরু করে ‘বলি’, ‘পেট কাটা ষ’ কিংবা সবশেষ ‘কারাগার’-এ সেই ধারাবাহিকতা দেখা গেছে। আবার অন্যরকম সাজে পর্দায় দর্শকদের সামনে আসছেন তিনি। বাশার জর্জিসের পরিচালনায় ‘ওভারট্রাম্প’ নামের ওয়েব সিরিজে দর্শকরা তাকে নতুনভাবে আবিষ্কার করবেন। এটি মুক্তি পাবে চরকি’তে।

ছয় পর্বের সিরিজটির প্রতিটি চরিত্রের আলাদা একটা গল্প, রঙ ও ধরন আছে। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে বিশেষ করে আমাদের নগর জীবনে অহরহ ঘটে যাওয়া এমন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই গল্প। এতে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমনই কিছু শিক্ষণীয় দিক আছে। সিরিজটিতে আমার চরিত্রে একটি চমক থাকবে, আপাতত এটুকুই বলতে চাই।’

‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

পরিচালক বাশার জর্জিস ও চঞ্চল প্রায় ২০ বছরের পুরনো বন্ধু। তবে এবারই প্রথম বাশারের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

‘ওভারট্রাম্প’ সিরিজের মাধ্যমে চরকির পর্দায় প্রথমবার আসছেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা ও সামিরা খান মাহি। ভাবনার চরিত্রে নাম রমা। তিনি কাজটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যান্য চরিত্রে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেককে।

‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজের পোস্টার

পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটি করোনাকালে লেখা। ওটিটির জন্য একটু ভিন্ন ধরনের ডার্ক কমেডি হওয়া প্রয়োজন বলে মনে হয়েছে আমার। সেই জায়গা থেকে এটি বানানোর আগ্রহ জন্মায়।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ