ওটিটি
‘ওমর’ মুক্তির তারিখ জানালো চরকি, দেখা যাবে মাত্র ৩৫ টাকায়

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ও দর্শনা বণিক (ছবি: সিনেমাওয়ালা)
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি। নতুন আরেকটি খবর হলো, ‘ওমর’ চরকিতে দেখা যাবে সিনেমাহলের মতোই টিকিট কেটে। তবে ডিজিটালি। এক্ষেত্রে লাগবে মাত্র ৩৫ টাকা!
চরকিতে ‘ওমর’ দেখতে চাইলে মোবাইল ফোনে ইনস্টল করতে হবে চরকি অ্যাপ অথবা ব্রাউজ করতে হবে www.chorki.com। মোবাইল নম্বর বা ই-মেইল দিয়ে লগ-ইন করতে হয়। এরপর ‘ওমর’ সিনেমায় ক্লিক করলেই গ্রাহকরা পাবেন পেমেন্ট অপশন। পছন্দের গেটওয়েতে পেমেন্ট করে দর্শকরা নিজেদের সুবিধাজনক সময়ে যত খুশি ততবার উপভোগ করতে পারবেন এই সিনেমা।

‘ওমর’ সিনেমায় নাসিরউদ্দিন খান ও শরিফুল রাজ (ছবি: মাস্টার কমিউনিকেশন্স)
বিদেশ থেকে চরকিতে ‘ওমর’ দেখতে চাইলে একই ধাপ পেরোতে হবে দর্শকদের। ভারতের দর্শকরা ৩৫ রুপিতে দেখতে পাবরেন ‘ওমর’। বাংলাদেশ-ভারত বাদে অন্য দেশ থেকে দেখতে চাইলে দর্শকদের দিতে হবে ১ দশমিক ৯৯ ডলার।
চরকিতে মুক্তির মাধ্যমে ‘ওমর’ বিভিন্ন দেশের অনেক দর্শকের কাছে ছড়িয়ে যাবে বলে মনে করেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘দেশ ও দেশের বাইরে থেকে যারা এতদিন সিনেমাটি দেখার ইচ্ছা পোষণ করে এসেছেন, তাদের জন্যই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া। আশা করি, ওটিটির দর্শকদের চাহিদা মেটাতে পারবে সিনেমাটি।’

‘ওমর’ সিনেমায় নাসিরউদ্দিন খান ও শরিফুল রাজ (ছবি: মাস্টার কমিউনিকেশন্স)
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ার রনি জানান, ‘ওমর’ সিনেমাটি চরকির এক্সক্লুসিভ কনটেন্ট। তার কথায়, ‘এটি যেন সহজভাবে সবাই দেখতে পারেন সেজন্যই ৩৫ টাকায় টিভিওডি তথা ট্রানজেকশনাল ভিডিও অন ডিমান্ড পদ্ধতিতে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। দর্শকরা আনন্দের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে পারলে আমাদের চেষ্টা সার্থক হবে।’
‘ওমর’ সিনেমার ট্রেলারে দেখা যায় একটি মৃত্যুর ঘটনা। এর বিভিন্ন দৃশ্য ও সংলাপের পরতে পরতে আছে রহস্য। এতে শরিফুল রাজ ও নাসির উদ্দিন খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।
গত ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পায় ‘ওমর’। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সিনেমাহলে সব বয়সী দর্শকরা সিনেমাটির প্রশংসা করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও কানাডায় মুক্তি পেয়েছে এই সিনেমা।
‘ওমর’ নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে সিনেমাটি। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

‘ওমর’ সিনেমায় তানজিলা হক, শরিফুল রাজ ও ফজলুর রহমান বাবু (ছবি: মাস্টার কমিউনিকেশন্স)
সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ এবং ভারতের স্যাভি।
‘ওমর’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। তার প্রথম সিনেমা ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস