ওটিটি
ডাইনি রূপে জয়া আহসান
দেশীয় ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করলেন জয়া আহসান। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’য় চমক হয়ে ধরা দিয়েছেন তিনি। এতে ডাইনি চরিত্রে দেখা গেছে তাকে।
‘বেসুরা’র গল্পে দেখা যায়, সবুজে ঘেরা উঁচু-নিচু গিরিপথ, টিলা, ঝরনা ও জলাধারের অদ্ভুত সৌন্দর্যমণ্ডিত একটি লোকালয়ে বসবাস করে কিছু মানুষ। তারাও প্রকৃতির মতোই সুন্দর। সবার কণ্ঠেই সুর। ছন্দময় তাদের কথা। হঠাৎ লোকালয়ে পাওয়া যায় এক বালিকাকে, যার কণ্ঠে সুর নেই! সেখানে কারও কণ্ঠে সুর না থাকা মানেই অভিশাপ। বালিকার কণ্ঠে সুর আনার পেছনে ছুটতে গিয়ে বেরিয়ে আসে ডাইনির কথা। ‘বেসুরা’য় এই ডাইনি রূপে দর্শকদের চমকে দিতে পর্দায় হাজির হলেন জয়া আহসান। মেকআপের সুবাদে তাকে চেনা কষ্টসাধ্য ছিলো শুরুতে। গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন তিনি।
শুটিংয়ে চরিত্রের প্রয়োজনে অনেকটা সময় ডাইনি সাজে থাকতে হয়েছে জয়াকে। শেষ কিছু মুহূর্ত না এলে তাকে চেনাই কঠিন হয়ে যেতো বলে মনে করছেন অধিকাংশ দর্শক।
‘২ষ’ সিরিজের পরিচালক নুহাশ হুমায়ূন জানান, কনটেন্টটি সম্পাদনা করার সময় প্রথমে এডিটরও বুঝতে পারেননি যে ডাইনি বেশে অভিনয় করেছেন জয়া আহসান। এজন্য জয়া কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও চিত্রগ্রাহককে। তিনি বলেন, ‘ভালো লাগছে যে প্রথম দিকে কেউ আমাকে চিনতে পারেনি। এটি আসলে মেকআপ আর্টিস্টের কৃতিত্ব। কীভাবে চরিত্রটিকে দেখানো হচ্ছে, ক্যামেরা কীভাবে ধরা হচ্ছে, সেসবও গুরুত্বপূর্ণ ছিল এক্ষেত্রে। তাই নির্মাতা আর চিত্রগ্রাহককেও এর কৃতিত্ব দিতে হবে।’
ডাইনি চরিত্রে অভিনয়ের কথা শুনে কাজটি করতে বেশি আগ্রহী হয়েছেন বলে জানান জয়া। তিনি বলেন, ‘দর্শকরা সবাই কমবেশি জানেন আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে ভালো লাগে আমার। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে শক্তিশালী গল্প লিখেছেন। স্বল্প উপস্থিতির চরিত্র হিসেবে কাজটি করেছি। তবে গল্পে এর প্রভাব অনেক বেশি।’
গল্প ও সংলাপ নিয়ে জয়া আহসানের আরো কিছু মুগ্ধতা রয়েছে। এমন কিছু সংলাপ নিয়ে পর্বটি সাজানো হয়েছে, যা বলার লোভ থেকেই কাজটি করেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি বা একজন শিল্পী যে শিল্পচর্চাটা করেন তার মূল জায়গাটা কী, সেটি ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত আছে।’
‘বেসুরা’য় আরো অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।
চরকির ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসুম ‘২ষ’। এর শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পেয়েছে গতকাল (৮ জানুয়ারি)। এবারের মৌসুমে ভয়ের নতুন ব্যাখ্যা দিতে চেয়েছেন পরিচালক নুহাশ হুমায়ূন। তাই পরিচিত ভূতের গল্প না বলে সাইকোলজিক্যাল হরর গল্প বলেছেন তিনি। মা গুলতেকিন খানের সঙ্গে গল্পগুলো লিখেছেন নুহাশ। প্রথম মৌসুমের মতো নতুন মৌসুমেও রয়েছে চারটি পর্ব। সেগুলোর নাম ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’।
এদিকে আশফান নিপুনের পরিচালনায় হইচইয়ের ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া আহসান। ওটিটিতে তার অভিষেক হয় ২০২৩ সালে জিফাইভের ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মের মাধ্যমে।
গত বছরের ২৭ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন আকরাম খান।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস