ওটিটি
ওসি হারুন থেকে এবার অ্যাডভোকেট মোবারক, মোশাররফের সঙ্গে তিন নায়িকা

‘মোবারকনামা’ ওয়েব সিরিজের দৃশ্যে মোশাররফ করিম (ছবি: হইচই)
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রের সুবাদে দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এবার আইনজীবীর পোশাকে দর্শকদের সামনে আসছেন তিনি। ‘মোবারকনামা’ নামের নতুন ওয়েব সিরিজে তাকে নতুন রূপে পাওয়া যাবে। আগামী ২১ ডিসেম্বর হইচইয়ে মুক্তি পাবে এটি।
‘মোবারকনামা’য় প্রধান তিন নারী চরিত্রে অভিনয় করেছেন নওরীন হাসান জেনি, শবনম ফারিয়া ও শাহনাজ সুমি। তাদের মধ্যে জেনি দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। তাকে দেখা যাবে আইনজীবীর পোশাকে। মোবারকের স্ত্রীর ভূমিকায় থাকছেন শবনম ফারিয়া। আর শাহনাজ সুমির চরিত্রটি ধূসর।

‘মোবারকনামা’ ওয়েব সিরিজের দৃশ্যে (বাঁ থেকে) নওরিন হাসান জেনি, শবনম ফারিয়া ও শাহনাজ সুমি (ছবি: হইচই)
হইচইতে মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ছিলো ‘দৌড়’। এতে বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন চরিত্রে দেখা যায় তাকে। এরপর ‘মহানগর’ ও ‘মহানগর ২’ ওয়েব সিরিজে পুলিশের ভূমিকায় অভিনয় করেন তিনি। এবার তিনি ফিরছেন অন্য চরিত্রে, নতুন গল্পে। এতে দেখা যাবে, মোবারক পেশাগত জীবনে সফল ও সৎ একজন আইনজীবী। ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করে আইনি পেশায় হার না মেনে সবসময় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে মোবারক আইন পেশা থেকে স্বেচ্ছায় অবসরে চলে যান। হঠাৎ চাঞ্চল্যকর একটি মামলা তার সিদ্ধান্ত বদলে দেয়। বহুদিন পর অবসর থেকে ফিরে মোবারক আইনজীবীর বেশে আদালতে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েন। আড়ালে লুকিয়ে থাকা সত্য উন্মোচনে অসম যুদ্ধে নামতে হয় তাকে।

‘মোবারকনামা’ ওয়েব সিরিজের দৃশ্যে মোশাররফ করিম (ছবি: হইচই)
গতকাল হইচই একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কথায় কথায় নিজের চরিত্র ও সিরিজের গল্প প্রসঙ্গে ধারণা দিয়েছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘আমার নাম মোবারক হোসেন ভূঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী। মানুষের জীবনে ভালো-মন্দ ও সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিলো। কিন্তু একটু অন্যরকমভাবে।’ এরপর দেখা যায়, মোবারকের মাকে মারধর করছে তার স্বামী।
তারপর মোশাররফ বলতে থাকেন, ‘জীবনে পাওয়া-না পাওয়ার ভিড়ে একটা জিনিসকেই আঁকড়ে ধরে রাখি– সত্য, সততা। সত্যের পথ থেকে একমুহূর্ত বিচ্যুত থাকতে চাই না। মিথ্যার দংশন খুব মারাত্মক। এতোকিছুর পরেও আমার জীবনটাকে কিছু মানুষ আগলে রাখে, পথ দেখায় আমাকে। সব ভিড়ের মধ্যে থেকেও আমি হারাই না। আমি সেটাই করি যেটা আমার মন চায়। কতটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি সেটা আসল বিষয় না, আমি সত্যের পক্ষে আছি কিনা সেটাই আসল বিষয়। সারাটা জীবন আমি সত্যকে অবলম্বন করে চলেছি। সত্যই আমাকে এগিয়ে নিয়ে গেছে। তাই আমি এই মোবারক ভূঁইয়া সর্বদা সত্যের সাথে।’

‘মোবারকনামা’ ওয়েব সিরিজের দৃশ্যে মোশাররফ করিম (ছবি: হইচই)
সত্যের পথ কোথায় নিয়ে যাবে মোবারককে? আট পর্বের ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য় মিলবে এর উত্তর। পুরান ঢাকার পটভূমিতে এগিয়েছে ‘মোবারকনামা’ সিরিজের কাহিনি। গল্প ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস