Connect with us

টেলিভিশন

সজল-সারিকাকে নিয়ে হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকে আবদুন নূর সজল ও সারিকা সাবরিন (ছবি: ফাগুন অডিও ভিশন)

নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারে নাটক পরিচালনা করলেন ‘ইত্যাদি’র স্রষ্টা হানিফ সংকেত। এর নাম রাখা হয়েছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’।

বিয়ে ভীতিতে আক্রান্ত এক তরুণ ও এক তরুণীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ নিয়েই ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।

‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকে আবদুন নূর সজল ও সারিকা সাবরিন (ছবি: ফাগুন অডিও ভিশন)

কক্সবাজারের বিভিন্ন মনোরম স্থান এবং হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিন দিন নাটকটির শুটিং হয়েছে। এর সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।

‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকে আবদুন নূর সজল ও সারিকা সাবরিন (ছবি: ফাগুন অডিও ভিশন)

এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ