Connect with us

নাটক

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’তে ইয়াশ-তটিনী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র দৃশ্যে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)

বছরের শেষ প্রান্তে জুটি হয়ে নতুন একটি নাটক নিয়ে দর্শকদের সামনে এলেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এর নাম রাখা হয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

নাটকটিতে অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। বেকার হওয়ার কারণে ভাই-ভাবীর খোঁচা হজম করতে হয় তাকে। সব দেখেও নিরুপায় অয়নের বাবা-মা।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র দৃশ্যে তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)

অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চান। বিপত্নীক ওই ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা। এরপর একে একে নাটকীয় সব ঘটনা ঘটে।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র শুটিংয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দৃশ্য বুঝিয়ে দিচ্ছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে (ছবি: সিনেমাওয়ালা)

আজ (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।

আরফিন রুমি (ছবি: ফেসবুক)

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। আজ ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র প্রচারণামূলক পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি। নাটকটির আবহ সংগীত করেছেন আরফিন রুমি।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ