টালিউড
কলকাতা থেকে ঢাকায় এসে কাঁদলেন দর্শনা

দর্শনা বনিক (ছবি: ইনস্টাগ্রাম)
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় এলেন কলকাতার চিত্রনায়িকা দর্শনা বনিক। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার পান্থপথে স্টার সিনেপ্লেক্সে নিজের অভিনীত সিনেমাটির প্রদর্শনী শুরুর আগে তিনি বলেন, ‘ঢাকায় এতো বড় আয়োজন দেখে আমি আবেগাপ্লুত।’ এরপরই তার চোখ টলমল করে ওঠে। তখন তার মুখে শোনা যায়, ‘খুশির জন্য আমার চোখে জল। এটা আমার স্মরণীয় দিন।’
বাংলাদেশে ‘অপারেশন সুন্দরবন’ দর্শনা বনিকের প্রথম সিনেমা। তাই তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি উচ্ছ্বসিত, খুশি এবং একইসঙ্গে নার্ভাস। সবাই এটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

দর্শনা বনিক (ছবি: ইনস্টাগ্রাম)
ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরেছেন দর্শনা বনিক। এআইইউবি, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। তার কথায়, ‘বাবার কাছে শুনলাম, আমার দাদা জগন্নাথ কলেজে পড়তেন। তাই এই দেশের সঙ্গে আমার পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে আছে।’
শুটিংয়ের ব্যস্ততায় ঢাকায় এর আগে কখনো বেড়াতে পারেননি দর্শনা। এবার সেই অতৃপ্তি কিছুটা হলেও ঘুচিয়েছেন তিনি।

জিয়াউল রোশান ও দর্শনা বনিক (ছবি: ফেসবুক)
সিনেমাটিতে দর্শনাকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। তার বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বাংলাদেশে তার মুক্তির অপেক্ষায় আছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’। তিনি এর আগে ইমরান মাহমুদুলের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে মডেল হন।

জিয়াউল রোশান ও দর্শনা বনিক (ছবি: ফেসবুক)
দুই চিত্রনায়কের মধ্যে মিল কোথায়? দর্শনার দৃষ্টিতে, ‘শাকিব খান ও রোশান উভয়ে সুদর্শন। দুই জনই পেশাদার, আন্তরিক ও সহশিল্পীর প্রতি সহায়তাপ্রবণ। আমার চোখে বাংলাদেশের সিনেমার জন্য রোশান ও সিয়াম আগামী দিনে সম্পদ হয়ে থাকবে।’
নিজের নায়িকাকে নিয়ে রোশানের মূল্যায়ন, ‘দর্শনা চমৎকার, খুব শান্ত ও ভীষণ চুপচাপ মেয়ে। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’

দর্শনা বনিক (ছবি: ইনস্টাগ্রাম)
রোশান-দর্শনা জুটির বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শকদের ভালো লাগবে। তারা জানান, এতে অপারেশন ছাড়াও প্রেম-ভালোবাসা-গানসহ নানান উপকরণ রয়েছে।
‘অপারেশন সুন্দরবন’-এর আরেক নায়িকা নুসরাত ফারিয়া প্রায় তিন বছর পর রুপালি পর্দায় ফিরছেন। ২০১৯ সালে ‘শাহেনশাহ’ সিনেমার মাধ্যমে সবশেষ বড় পর্দায় দেখা গেছে তাকে। সম্প্রতি এই তারকা জানান, শুটিংয়ের জন্য টানা ৩৫ দিন নেটওয়ার্কের বাইরে থাকতে হয়েছে।

দর্শনা বনিক (ছবি: ইনস্টাগ্রাম)
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। র্যাব কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় এটি পরিচালনা করেছেন দীপংকন দীপন।
গত মে মাসে ‘শান’ সিনেমায় পুলিশ চরিত্রে দর্শক মাতিয়েছেন সিয়াম আহমেদ। এবার ‘অপারেশন সুন্দরবন’-এ র্যাবের মেজর সায়েম চরিত্রে বড় পর্দায় আসছেন তিনি। র্যাবে কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে রোশানকে।

জিয়াউল রোশান ও দর্শনা বনিক (ছবি: ফেসবুক)
সিনেমাটির মাধ্যমে রিয়াজ সাড়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসানসহ অনেকে।
সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে পোস্টার হাতে আঁকা হয়েছে। এছাড়া ‘অপারেশন সুন্দরবন’-এর তিনটি গান প্রকাশিত হয়েছে। এগুলো হলো বাপ্পা মজুমদারের গাওয়া ‘এ মন ভিজে যায়’, হাবিব ওয়াহিদ ও নন্দিতার কণ্ঠে ‘অভিমানী রোদ্দুরে’ এবং ইমরান ও কণার কণ্ঠে ‘তার হাওয়াতে চলে যে ডানা’। গানগুলো লিখেছেন গোধূলি শর্মা, এসকে দীপ ও সংযুক্তা সাহা। সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। সংগীতায়োজনে বব এসএন ও ইমন চৌধুরী।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস