টালিউড
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জয়ার ‘ওসিডি’
কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসর শুরু হচ্ছে আজ (১৫ ডিসেম্বর)। এতে ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১২টি সিনেমা। এরমধ্যে রয়েছে অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ওসিডি’। তিনি নিজেই আনন্দের খবরটি জানিয়েছেন।
গতকাল (১৪ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ফজলুর রহমান বাবুকে ট্যাগ করে একটি পোস্ট দেন জয়া আহসান। ফলে বোঝা যাচ্ছে, তাকেও এই সিনেমায় দেখা যাবে।
জয়া আহসান উল্লেখ করেন, আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নন্দন-২ এবং ২০ ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে বিকেলে দর্শকদের দেখানো হবে ‘ওসিডি’।
জয়ার পোস্টের মন্তব্যের ঘরে বেশ কয়েকজন তারকা অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সুবর্ণা মুস্তাফা, রওনক হাসান, সুষমা সরকার, ফারিহা শামস সেওতি, শাহনাজ খুশি, মৌসুমী মৌ প্রমুখ।
‘ওসিডি’ টালিগঞ্জে জয়া আহসানের নতুন কাজ। এর পূর্ণাঙ্গ রূপ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার। এটি এক ধরনের রোগ। এতে একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসক শ্বেতা চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া আছেন কৌশিক সেন, কণীনিকা ব্যানার্জি, শ্রেয়া ভট্টাচার্য ও অনসূয়া মজুমদার।
‘ওসিডি’ পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। তার পরিচালনায় এর আগে ‘ভূতপরী’ সিনেমায় কাজ করেছেন জয়া আহসান। এটি মুক্তির অপেক্ষায় আছে। পশ্চিমবঙ্গে তার অভিনীত ‘অর্ধাঙ্গিনী’, ‘কালান্তর’সহ আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এবারের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের তিনটি সিনেমা রয়েছে। এগুলো হলো মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। এছাড়া জুরি হয়েছেন তানভীর মোকাম্মেল।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে সংবর্ধনা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগ বি’কে শ্রদ্ধা জানাতে উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে তার ও জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’ (১৯৭৩)। তাদের পাশাপাশি শাহরুখ খান ও রানি মুখার্জি থাকছেন ফেস্টিভ্যালে।
সপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সমাপনী অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে।
এদিকে জয়া এখন বলিউডের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার শুটিং করছেন। এতে তার সহশিল্পী ‘গ্যাংস অব ওয়াসেপুর’ তারকা পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’র (২০২০) অভিনেত্রী সানজানা সঙ্গী, ‘চার্লি’ তারকা পার্বতী থিরুভোথু। বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে এটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে দেখা যাবে, সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাবে এই সিনেমা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস