ফিল্ম ফেস্টিভ্যাল
কানসৈকতে সিঁড়ি বেয়ে উঠছেন জিম ক্যারি!

পালে দে ফেস্টিভাল ভবনে শোভা যাচ্ছে ৭৫তম কান ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল পোস্টার
সিনেমার তীর্থভূমি হিসেবে পালে দে ফেস্টিভালের পরিচিতি দুনিয়াজোড়া। বিশ্বের অন্যতম সম্মানজনক উৎসব কান ফিল্ম ফেস্টিভালের মূল আয়োজন হয়ে থাকে এই ভবনে। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে এটি অবস্থিত। এখানে শুরু হতে যাচ্ছে উৎসবের আমেজ।
কান ফিল্ম ফেস্টিভালের ৭৫তম আসরের অফিসিয়াল পোস্টারের দৃশ্যে বিশাল আকৃতির ব্যানার দিয়ে সাজানো হয়েছে পালে দে ফেস্টিভাল ভবনের বহির্ভাগ। হলিউড অভিনেতা জিম ক্যারির ‘দ্য ট্রুম্যান শো’ (১৯৯৮) সিনেমার একটি দৃশ্য রয়েছে এতে।

পালে দে ফেস্টিভাল ভবনে শোভা যাচ্ছে ৭৫তম কান ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল পোস্টার
পালে দে ফেস্টিভাল ভবনের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের। এখানেই হয়ে থাকে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত সিনেমাগুলোর পয়লা প্রদর্শনী। পাশেই রয়েছে সাল দুবুসি প্রেক্ষাগৃহ। এতে আঁ সার্তে রিগা শাখায় নির্বাচিত ছবিগুলো দেখানো হয়। দুটি প্রেক্ষাগৃহের সামনের অংশ এবং মূল ফটকের ওপরের দেয়ালে মোট তিনটি অফিসিয়াল পোস্টারের ব্যানার রাখা হয়েছে।

পালে দে ফেস্টিভাল ভবনে শোভা যাচ্ছে ৭৫তম কান ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল পোস্টার
আমেরিকান পরিচালক পিটার উইয়ারের ‘দ্য ট্রুম্যান শো’ রয়েছে উৎসবের সিনেমা দ্যু লা প্লাজ শাখায়। আগামীকাল (১৭ মে) রাত ৯টা ৩০ মিনিটে কানসৈকতে খোলা আকাশের নিচে বসানো বড় পর্দায় এই সিনেমার প্রদর্শনী হবে। সবাই এটি উপভোগ করতে পারবেন বিনামূল্যে। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৩ মিনিট।

পালে দে ফেস্টিভাল ভবনে শোভা যাচ্ছে ৭৫তম কান ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল পোস্টার
আগামীকাল মঙ্গলবার (১৭ মে) কান ফিল্ম ফেস্টিভালের ৭৫তম আসরের পর্দা উঠবে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী আয়োজন সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা। এদিন তিনি উৎসবের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেস্টিভাল ডি কানের দায়িত্বে থাকবেন। সারাদিন নিজের প্রস্তুতি, মহড়াসহ নেপথ্যের অনেক কিছু শেয়ার করবেন তিনি।
দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহর কানে উৎসবটি চলবে ২৮ মে পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানও সঞ্চালনা করবেন ভার্জিনি এফিরা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস