Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কানে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লো আদনান আল রাজীবের ‘আলী’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে নির্বাচিত হলো বাংলাদেশের পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। শর্টফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে এটি। আজ (২৫ এপ্রিল) নির্বাচিত শর্টফিল্মের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব।

এবারই প্রথম কানের শর্টফিল্ম শাখায় বাংলাদেশের কোনো পরিচালকের কাজ নির্বাচিত হলো। এর আগে ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

আজ সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়ে আদনান আল রাজীব লিখেছেন, “কিছু যাত্রা স্ক্রিপ্ট দিয়ে শুরু হয় না। বরং একটি নীরব বিশ্বাস থেকে শুরু হয় যে, যেসব গল্প নিয়ে আমরা বেড়ে উঠেছি সেগুলো বিশ্বের বড় বড় মঞ্চে জায়গা করে নিতে পারে। ‘আলী’ ছিল সেই বিশ্বাস। আমার পরিচালিত ‘আলী’ কান উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এটা অবাস্তব মনে হচ্ছে! খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! কিন্তু এটাই বাস্তব। বন্ধুত্ব, পাগলামি ও অবিচল বিশ্বাস কী তৈরি করতে পারে এটি তার প্রমাণ। গত বছর আমি একজন প্রযোজক হিসেবে কানে দাঁড়িয়েছিলাম। এবার আমি একজন পরিচালক হিসেবে ফিরছি। এবার আমরা অফিসিয়াল প্রতিযোগিতায় পা রেখেছি! কেউ এই পথে একা হাঁটে না। সিনেমা কখনোই একক যাত্রা নয়। এটি সুন্দর কোলাহল, একসঙ্গে স্পন্দিত হওয়া কিছু হৃদয়ের একটি ঐকতান।”

কানে আদনান আল রাজীব (ছবি: রানআউট ফিল্মস)

কানে এবারের আসরে শর্টফিল্ম ও লা সিনেফ শাখায় প্রধান বিচারক থাকছেন জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করবেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।

এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি শর্টফিল্ম। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৯টি ফিকশন ও ২টি অ্যানিমেটেড শর্টফিল্ম। এগুলোর পাঁচটি পরিচালনা করেছেন নারীরা। আগামী ২৪ মে উৎসবের সমাপনী অনুষ্ঠানে শর্টফিল্ম শাখার স্বর্ণপাম দেওয়া হবে।

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত শর্টফিল্ম

  • আর্গুমেন্টস ইন ফেভার অব লাভ (৯ মিনিট, গ্যাব্রিয়েল অ্যাব্রান্টেস, যুক্তরাষ্ট্র)
  • আলী (১৫ মিনিট, আদনান আল রাজীব, বাংলাদেশ)
  • আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (১৩ মিনিট, তৌফিক বারহোম, ইসরায়েল)
  • আগাপিতো (১৫ মিনিট, আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরো, ফিলিপাইন)
  • ফিল দো ল্যু (১৫ মিনিট, সন্ড্রা দেমাজিয়ের, ফ্রান্স)
  • হাইপারসেনসিটিভ (৯ মিনিট, মার্টিন ফ্রসাঁ, ফ্রান্স)
  • ড্যামেন (১৫ মিনিট, গ্রেগোয়ার গ্রাসলাঁ, ফ্রান্স)
  • দ্য স্পেকট্যাকল, ১৫ মিনিট, বালিন্ট কেনিয়েরেশ, হাঙ্গেরি)
  • লিলি (১৪ মিনিট, জাওগুয়াং লো ও শুহান লিয়ো, চীন)
  • দ্য লোনলিনেস অব লিজার্ডস (১৫ মিনিট, ইনেস নুনিস, পর্তুগাল)
  • ভালচার্স (১৫ মিনিট, ডিয়ান ভাইস, দক্ষিণ আফ্রিকা)
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ