ফিল্ম ফেস্টিভ্যাল
কান উৎসবের অফিসিয়াল জোড়া পোস্টার

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার (ছবি: কান উৎসব)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনলেন আয়োজকরা। তবে একটি নয়, দুটি! কানের ইতিহাসে এবারই প্রথম কোনো আসরকে কেন্দ্র করে জোড়া পোস্টার তৈরি হলো। এতে স্থান পেয়েছে দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ অভিনীত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) সিনেমার একটি দৃশ্য। এর মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানালো কান উৎসব কর্তৃপক্ষ।
লে ফিল্মস থার্টিন প্রযোজিত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’-এর স্মরণীয় দৃশ্যটি নিয়ে কানের অফিসিয়াল জোড়া পোস্টারের গ্রাফিক ডিজাইন করেছে প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা। পোস্টার দুটিতে দেখা যাচ্ছে, একজন পুরুষ ও একজন নারী মেঘাচ্ছন্ন আকাশের নিচে নির্জন সৈকতে একে অপরকে আলিঙ্গন করছেন। ফরাসি পরিচালক ক্লদ লোলুশ ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ পরিচালনা করেন। ১৯৬৬ সালে এটি কান উৎসবে গ্রাঁ প্রিঁ (স্বর্ণপাম) জিতেছে। ১৯৬৭ সালে সেরা গল্প ও চিত্রনাট্য বিভাগে ক্লদ লোলুশ এবং সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগে ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ অস্কার জিতেছে।
কান উৎসবে জ্যঁ-লুই ত্রাতিনোঁ ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা আর আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার (ছবি: কান উৎসব)
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব। কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই আয়োজনের পর্দা উঠবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফরাসি অভিনেতা লহোঁ লাফিত। উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের এমেলি বোনাঁ পরিচালিত ‘বাই বাই’।
দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরে ১২ দিনের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা শাখার সেরা সিনেমাকে দেওয়া হবে স্বর্ণপাম। বিচারকদের প্রধান থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস