ফিল্ম ফেস্টিভ্যাল
কান উৎসবে নতুন ‘মিশন: ইমপসিবল’ নিয়ে ফিরছেন টম ক্রুজ

‘মিশন: ইমপসিবল – ডেথ রেকোনিং পার্ট ওয়ান’ সিনেমায় টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
কানের সাগরপাড়ে ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ দেখানো হবে ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতার বাইরে। উৎসবের প্রাণকেন্দ্র গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আগামী ১৪ মে থাকছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। তার সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছেন টম ক্রুজ। তাদের সঙ্গে কানের লালগালিচায় হাজির হবেন আমেরিকান অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান অভিনেতা ভিং র্যামস, এসাই মোরালেস, ব্রিটিশ অভিনেতা সায়মন পেগ, ফরাসি অভিনেত্রী পম ক্লেমেন্টিয়েফ, কানাডিয়ান অভিনেতা হেনরি জেরনি, কিউবান অভিনেত্রী মারিয়েলা গারিগা।

‘মিশন: ইমপসিবল – ডেথ রেকোনিং পার্ট ওয়ান’ সিনেমার পোস্টারে টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
এ নিয়ে তৃতীয়বারের মতো কান উৎসবে অংশ নিতে যাচ্ছেন টম ক্রুজ। ১৯৯২ সালে রন হাওয়ার্ড পরিচালিত ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ ছবির মূল অভিনেতা হিসেবে দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরটিতে পা রাখেন তিনি। ৪৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতার বাইরে দেখানো হয় এটি।
২০০২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য কানে দ্বিতীয়বারের মতো হাজির হন টম ক্রুজ। ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তাকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয়। এছাড়া মাস্টারক্লাসে অংশ নেন তিনি।

‘মিশন: ইমপসিবল – ডেথ রেকোনিং পার্ট ওয়ান’ সিনেমায় টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ সিনেমায় আবার ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। ১৯৯৬ সালে এই ফ্র্যাঞ্চাইজের প্রথম সিনেমা ‘মিশন: ইমপসিবল’ মুক্তি পায়। প্রায় তিন দশকের রোমাঞ্চকর অভিযাত্রার অংশ হিসেবে নতুন সিনেমায় দর্শকরা অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে। ট্রেলারে ইথান হান্ট শেষবারের মতো নিজের আইএমএফ টিমকে তার ওপর আস্থা রাখতে বলে।
২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মিশন: ইমপসিবল – ডেথ রেকোনিং পার্ট ওয়ান’। এর দ্বিতীয় ও শেষ কিস্তি হিসেবে ফ্রান্সে আগামী ২১ মে ও যুক্তরাষ্ট্রে আগামী ২৩ মে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি ও এরিক জেন্ড্রেসেন। সিনেমাটির পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্স।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস