
(বাঁ থেকে) প্রযোজক ইংভা সয়থার, পরিচালক দগ ইয়োহান হাউগেরু ও প্রযোজক হেগে হফ ভাতুম (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ার জিতেছে নরওয়ের সিনেমা ‘ড্রিমস (সেক্স লাভ)’। সমকামী প্রেমের আবহে মানুষের ভালোবাসা, আকাঙ্ক্ষা ও আত্ম-আবিষ্কারের চিত্র তুলে ধরা হয়েছে এতে। এটি পরিচালনা করেছেন নরওয়ের দগ ইয়োহান হাউগেরু।
গতকাল (২২ ফেব্রুয়ারি) বার্লিন সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ (২৩ ফেব্রুয়ারি) ১১ দিনের এই উৎসবের পর্দা নামছে।

‘ড্রিমস (সেক্স লাভ)’ সিনেমার দৃশ্য (ছবি: মোতলিস)
এবারের আসরে বিচারকদের প্রধান ছিলেন আমেরিকান পরিচালক টড হেইন্স। তার নেতৃত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মরক্কোর পরিচালক নাবিল আয়ুশ, চীনা অভিনেত্রী ফ্যান বিংবিং, জার্মান অভিনেত্রী মারিয়া শ্রাডার, কস্টিউম ডিজাইনার বিনা দাইগেলার, আর্জেন্টাইন পরিচালক রদ্রিগো মোরেনো, আমেরিকান ফিল্ম ক্রিটিক অ্যামি নিকোলসন।

সেরা প্রধান অভিনয়শিল্পীর সিলভার বিয়ার পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
৭৫তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা শাখার বিজয়ীরা
গোল্ডেন বিয়ার: ড্রিমস (সেক্স লাভ), পরিচালক: দগ ইয়োহান হাউজুরু (নরওয়ে)
গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ব্লু ট্রেইল (পরিচালক: গ্যাব্রিয়েল মাস্কারো, ব্রাজিল)
জুরি প্রাইজ: দ্য মেসেজ (পরিচালক: ইভান ফান্ড, আর্জেন্টিনা)

(বাঁ থেকে) গ্যাব্রিয়েল মাস্কারো ও ইভান ফান্ড (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা পরিচালক: হুয়ো মেং (সিনেমা: লিভিং দ্য ল্যান্ড, চীন)
সেরা প্রধান অভিনয়শিল্পী: রোজ বার্ন (সিনেমা: ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ, অস্ট্রেলিয়া)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী: অ্যান্ড্রু স্কট (সিনেমা: ব্লু মুন, আয়ারল্যান্ড)

(বাঁ থেকে) রাদু জুড, লুসিলে হাজিহালিলোভিচ ও হুয়ো মেং (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা চিত্রনাট্যকার: রাদু জুড (সিনেমা: কন্টিনেন্টাল ’২৫, রোমানিয়া)
আউটস্ট্যান্ডিং সিনেম্যাটিক কন্ট্রিবিউশন: লুসিলে হাজিহালিলোভিচ ও সৃজনশীল টিম (সিনেমা: দ্য আইস টাওয়ার, ফ্রান্স)
সম্মানসূচক গোল্ডেন বিয়ার: টিল্ডা সুইনটন

এরনেস্তো মার্তিনেজ বুসিয়ো (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
পার্সপেক্টিভস
সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা: দ্য ডেভিল স্মোকস (অ্যান্ড সেভস দ্য বার্নট ম্যাচেস ইন দ্য সেম বক্স (এরনেস্তো মার্তিনেজ বুসিয়ো, মেক্সিকো)
স্পেশাল মেনশন: উই বিলিভ ইউ (আরনু ডুফে, শার্লোট দেভিলার)
বার্লিনাল ডকুমেন্টারি অ্যাওয়ার্ড
গোল্ডেন বিয়ার (৪০ হাজার ইউরো): হোল্ডিং লিয়াট (ব্র্যান্ডন ক্রেমার, যুক্তরাষ্ট্র)
স্পেশাল মেনশন: দ্য মেমোরি অব বাটারফ্লাইস (তাতিয়ানা ফুয়েন্তেস সাদোস্কি, পেরু)
স্পেশাল মেনশন: কানোনে এফিমেরো (জিয়ানলুকা দে সেরিয়ো, মাসিমিলিয়ানো দে সেরিয়ো, ইতালি)

লেসলি লকসি চ্যান ও টড হেইন্স (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
শর্টফিল্ম প্রাইজেস
গোল্ডেন বিয়ার: লয়েড অং, আনফিনিশড (লেসলি লকসি চ্যান, কানাডা)
জুরি প্রাইজ (সিলভার বিয়ার): অর্ডিনারি লাইফ (ইয়োরিকো মিজুশিরি, জাপান)
কুপরা ফিল্মমেকার অ্যাওয়ার্ড: কোকি, চাও (কোয়েন্টন মিলার, নেদারল্যান্ডস)

লিলা ভারগিস ও এমা হাফ হবস (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
প্যানোরামা অডিয়েন্স অ্যাওয়ার্ড (পূর্ণদৈর্ঘ্য সিনেমা)
প্রথম পুরস্কার: ডিফ (এভা লিবের্তা, স্পেন)
দ্বিতীয় পুরস্কার: লেসবিয়ান স্পেস প্রিন্সেস (এমা হাফ হবস, লিলা ভারগিস, অস্ট্রেলিয়া)
তৃতীয় পুরস্কার: হোম সুইট হোম (ফ্রেলে পিটারসেন, ডেনমার্ক)
প্যানোরামা অডিয়েন্স অ্যাওয়ার্ড (ডকুমেন্টারি)
প্রথম পুরস্কার: দ্য ময়ন লেটারস (মার্তিনা প্রিসনার, জার্মানি)
দ্বিতীয় পুরস্কার: ইয়েল্লা পারকোর (আরিব জুয়েইতার, ফিলিস্তিন)
তৃতীয় পুরস্কার: খারতুম (আনাস সায়ীদ, রায়ুইয়া আলহাগ, ইব্রাহিম স্নুপি, তাইমিয়া এম আহমেদ (সুদান), ফিল কক্স (যুক্তরাজ্য)