কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২২: তিশার সঙ্গী ইলহাম, আসছেন শুভ
মা হওয়ার পর প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে আগামীকাল (১৭ মে) ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন তিনি। কান ফিল্ম ফেস্টিভ্যালের মার্কেট শাখা মার্শে দ্যু ফিল্মে নিজের অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিশা। তার পাশাপাশি কানসৈকতে হাজির হবেন আরিফিন শুভ। তিনিও একই দিন ঢাকা থেকে রওনা দেবেন। আগামী ১৮ মে বিকেলে তারা কান শহরের অদূরে নিস বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
‘মুজিব: একটি জাতির রূপকার’ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এতে নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
জানা গেছে, আগামী ১৯ মে মার্শে দ্যু ফিল্মের ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব’ সিনেমার ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার প্রকাশ হবে। শুভ ও তিশার পাশাপাশি এই অনুষ্ঠানে অংশ নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। এর ফার্স্ট লুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল। এরপর উন্মুক্ত হয়েছে একটি পোস্টার। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভকে দেখা গেছে। পোস্টারটিতে উল্লেখ করা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
বঙ্গবন্ধু বায়োপিকের ডাবিং শেষ করার কথা গত ১১ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিশা। ইলহামকে সঙ্গে করে নিয়েই এই সিনেমার ডাবিং করেছেন তিনি।
গত ৫ জানুয়ারি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঘর করে আলো করে জন্ম নিয়েছে কন্যাসন্তান। তাদের মেয়ের প্রথম কান-দর্শন হতে যাচ্ছে আর একদিন বাদেই!
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস