কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: উদ্বোধনী সিনেমায় হবে জনি ডেপের প্রত্যাবর্তন
হলিউড সুপারস্টার জনি ডেপের নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কানে। ফরাসি ভাষায় নির্মিত সিনেমাটির নাম ‘জান দ্যু ব্যারি’। ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে এটি। গতকাল (৫ এপ্রিল) আয়োজকরা এই ঘোষণা দিয়েছে।
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর এটাই হতে যাচ্ছে জনি ডেপের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। এতে রাজা পঞ্চদশ লুই চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আগামী ১৬ মে কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে দেখানো হবে ‘জান দ্যু ব্যারি’। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এর প্রদর্শনী শুরু হবে। একই দিন ফ্রান্সের সিনেমা হলে মুক্তি পাবে এটি। এবারের উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।
রাজা পঞ্চদশ লুইয়ের প্রেমিকা জান ভোবেরনিয়ারের জীবন ও উত্থান-পতন দেখা যাবে সিনেমায়। প্রথম দেখায় একে অপরের প্রেমে পড়েন তারা। জানের ভালোবাসা পেয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেন রাজা। তাই মেয়েটিকে ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না তিনি। কিন্তু রাজসভায় কেউই পথের কাউকে চায় না।
পরিচালনার পাশাপাশি ‘জান দ্যু ব্যারি’তে অভিনয় করেছেন মাইওয়েন ল্যু বেস্কো। জান বেক্যু নামের এক নারীর চরিত্রে দেখা যাবে তাকে। দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে রাজা পঞ্চদশ লুইয়ের বৃত্তে পৌঁছে যায় সে।
‘জান দ্যু ব্যারি’ হলো মাইওয়েন পরিচালিত ষষ্ঠ সিনেমা। ৪৬ বছর বয়সী এই তারকা একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেত্রী ও প্রযোজক। ২০১১ সালে কানের অফিসিয়াল সিলেকশনে প্রথমার জায়গা পান তিনি। ওই আসরে জুরি প্রাইজ জেতে প্রতিযোগিতা শাখায় নির্বাচিত সিনেমা ‘পোলিস’। ২০১৫ সালে অফিসিয়াল সিলেকশনে স্থান করে নেয় তার ‘মাই কিং’।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৩টায় অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। উৎসবের অফিসিয়াল টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই আয়োজন।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস এবং পপতারকা রিয়ানার ‘স্যাভেজ টেন ফেন্টি’ ফ্যাশন শোতে হাজির হয়ে চমকে দেন। এছাড়া ‘জনি পাফ: সিক্রেট মিশন’ নামের একটি অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি।
সর্বশেষ ২০২০ সালে ‘মিনামাটা’ সিনেমায় দেখা গেছে জনি ডেপকে। তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।
অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জেতার পর নিজের ক্যারিয়ার পুনর্গঠনের চেষ্টা করছেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী কিংবা অন্য কোনো নারীকে নির্যাতনের বিষয় অস্বীকার করেছেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।
দুই বছর আগে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা সান-এর বিরুদ্ধে একটি মানহানির মামলায় হেরেছেন জনি ডেপ। পত্রিকার এক নিবন্ধে তাকে ‘স্ত্রী নির্যাতনকারী’ আখ্যা দেওয়া হয়েছিল। লন্ডন হাইকোর্টের একজন বিচারক রায় দেন, জনি ডেপ বারবার অ্যাম্বার হার্ডকে লাঞ্ছিত করেছেন। এ কারণে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজের স্পিন-অফ ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ থেকে তাকে বাদ দেওয়া হয় এবং হলিউডে অনেকাংশে এড়িয়ে যাওয়া হয়।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস