ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: পৌনে ৬ লাখ রুপির গাউনে সারা আলি খান
বলিউড অভিনেত্রী সারা আলি খান প্রথমবার মর্যাদাসম্পন্ন কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের স্বাদ পেলেন। লালগালিচয় থেকে শুরু করে বিভিন্ন আয়োজনে প্রতিটি পোশাকে তার কেতাদুরস্ত মনোভাব ও ব্যক্তিত্ব ফুটে উঠেছে। ২৭ বছর বয়সী এই তারকার পরা বাহারি পোশাকগুলো দেখে নিতে পারেন ছবিতে।

সারা আলি খানের হাতাকাটা গাউনটির মূল্য ৫ লাখ ৭০ হাজার রুপি। এটি ডিজাইন করেছে অস্ট্রেলিয়ান ফ্যাশন ব্র্যান্ড র্যাচেল গিলবার্ট (ছবি: ইনস্টাগ্রাম)

ঝালর দিয়ে সাজানো হয়েছে সারা আলি খানের পোশাকটি। এর মাধ্যমে যেন নতুন ফ্যাশন ট্রেন্ড ছড়িয়ে দিলেন সাইফ আলি খানের মেয়ে (ছবি: ইনস্টাগ্রাম)

গত ১৮ মে কান উৎসবের লালগালিচায় দ্বিতীয়বারের উপস্থিতিতে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়েছেন সারা আলি খান (ছবি: ইনস্টাগ্রাম)

অফ-হোয়াইট সাটিন শাড়িকে স্কার্টের ঢঙে পরে অভিনবত্বের ছাপ রেখেছেন সারা আলি খান। পাড়ে সাদাকালো ক্রিস্টাল ও পুঁতি সাজানো। পেছনের প্রসারিত অংশ গালিচাছোঁয়া। এটি ডিজাইন করেছেন ভারতের আবু জানি-সন্দীপ খোসলা (ছবি: ইনস্টাগ্রাম)

সারা আলি খানের পরা ব্লাউজে দেখা গেছে মুক্তোর সারি এবং সাদাকালো পুঁতি। পায়ে উঁচু হিল ও গলায় ছিলো সাদাকালো মুক্তোর নেকলেস (ছবি: ইনস্টাগ্রাম)

কানে প্রতিটি ফটোশুটে অসাধারণ ছাপ রেখে সারা আলি খান প্রমাণ করেছেন, ফ্যাশন ও বিনোদনের জগতে তিনি আলাদাভাবে গ্রহণযোগ্য (ছবি: ইনস্টাগ্রাম)

লালগালিচার গ্ল্যামারকে যেন নতুন মাত্রা এনে দিয়েছেন সারা আলি খান (ছবি: ইনস্টাগ্রাম)

সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত সিনেমা গালায় ‘সেলিব্রেশন অব উইমেন’ শীর্ষক সম্মাননা পেয়েছেন সারা আলি খান। আমেরিকান ফ্যাশন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার ছিলো অনুষ্ঠানের সহ-আয়োজক (ছবি: ইনস্টাগ্রাম)

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান মশিনোর হৃদয় আদলের ডিজাইন করা কাঁধখোলা ঝিকিমিকি কালো-সোনালি গাউন পরে ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের সঙ্গে দেখা করেছেন সারা আলি খান। তার হাতে ছিলো হৃদয় আকৃতির কালো ব্যাগ। গলায় দেখা গেছে সোনালি মালা (ছবি: ইনস্টাগ্রাম)

বৈশ্বিক মঞ্চে অনবদ্য ফ্যাশনে ভক্তদের মুগ্ধ করেছেন সারা আলি খান (ছবি: ইনস্টাগ্রাম)

দক্ষিণ ফরাসি উপকূলে সারা আলি খানের বর্ণিল সাজগোজ ফ্যাশনে অনেককে অনুপ্রাণিত করেছে (ছবি: ইনস্টাগ্রাম)

সর্বশেষ ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাসলাইট’ সিনেমায় দেখা গেছে সারা আলি খানকে। এতে তার সহশিল্পী বিক্রান্ত ম্যাসি ও চিত্রাঙ্গদা সিং (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী ২ জুন মুক্তি পাবে সারা আলি খানের নতুন সিনেমা ‘জারা হাটকে জারা বাচকে’। লক্ষ্মণ উটেকারের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)

সারা আলি খানের হাতে এখন বেশ কয়েকটি সিনেমা আছে। এগুলো হলো কান্নান আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’, হোমি আদাজানিয়ার ‘মার্ডার মুবারক’ (বিজয় ভার্মা), অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনো’ (আদিত্য রয় কাপুর) এবং জগন শক্তির ‘মিশন লায়ন’ (টাইগার শ্রফ)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস