ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: লালগালিচায় সানি লিওনির ঝলক
বলিউড অভিনেত্রী সানি লিওনি কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় প্রথমবার হাঁটলেন। নিজের অভিনীত ‘কেনেডি’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে এসে এই সুযোগ হলো তার। অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া ভারতের অনুরাগ কাশ্যাপ পরিচালিত সিনেমাটি স্পেশাল স্ক্রিনিং শাখায় দেখানো হয়েছে। কানে এই কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রীর নানান রূপ দেখুন ছবিতে।

কানের লালগালিচায় জমকালো গোলাপি কাট-আউট গাউনে সানি লিওনি (ছবি: ইনস্টাগ্রাম)

চোখধাঁধানো সৌন্দর্যের সুবাদে লালগালিচায় পা রাখতেই সবার নজর কেড়েছেন সানি লিওনি (ছবি: ইনস্টাগ্রাম)

সানি লিওনির গালিচাছোঁয়া এক-পা খোলা এবং কাঁধ ও কোমরে কাটা পোশাকটি ডিজাইন করেছেন লেবাননের নাজা সাদ (ছবি: ইনস্টাগ্রাম)

সানি লিওনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে অসাধারণ ও গর্বের মুহূর্ত এটাই। এজন্য অনুরাগ কাশ্যাপকে ধন্যবাদ। আমাকে পর্দা ভাগাভাগি করতে দেওয়ায় রাহুল ভাটকেও ধন্যবাদ। দুই জনের জন্যই ভালোবাসা।’ (ছবি: ইনস্টাগ্রাম)

গতকাল (২৪ মে) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘কেনেডি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কানের অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়ার ব্যাপারকে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়া মনে করেন সানি লিওনি। তার চোখে, ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের থিয়েটারে আমার সিনেমা, এর চেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মান আর কিছু হতে পারে না।’ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কানে বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সানি লিওনি। তার মন্তব্য, ‘কেউ আর আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এবং বলতে পারবে না যে, শুধুই গ্ল্যামারের মাধ্যমে এই সিনেমায় কাজ করেছি।’

লালগালিচায় ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যাপ ও অভিনেতা রাহুল ভাটের সঙ্গে সানি লিওনি (ছবি: ইনস্টাগ্রাম)

কান উৎসবে এর আগেও অনুরাগ কাশ্যাপ পরিচালিত বেশ কয়েকটি সিনেমা জায়গা পেয়েছে। ডিরেক্টরস’ ফোর্টনাইটে ‘গ্যাংস অব ওয়াসেপুর’ (২০১২), ‘আগলি’ (২০১৩), ‘রমণ রাঘব ২.০’ (২০১৬) এবং অফিসিয়াল সিলেকশনের গালা স্ক্রিনিংয়ে ‘বোম্বে টকিজ’ (২০১৩) দেখানো হয়েছে। এছাড়া তার প্রযোজিত কয়েকটি সিনেমা স্থান পেয়েছে কানে। এগুলো হলো আঁ সেঁর্তা রিগা শাখায় ‘উড়ান’ (২০১০) ও ‘মাসান’ (২০১৫), মিডনাইট স্ক্রিনিংয়ে ‘মনসুন শুটআউট’ (২০১৩) এবং ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে ‘দ্য লাঞ্চবক্স’ (২০১৩) দেখানো হয় (ছবি: ইনস্টাগ্রাম)

আজ (২৫ মে) কান উৎসবের ফটোকলে রাহুল ভাট, সানি লিওনি ও অনুরাগ কাশ্যাপ। আজ সকাল ৮টা ৩০ মিনিটে বুনুয়েল থিয়েটারে, দুপুর ২টায় আনিয়েস ভারদা থিয়েটারে, সন্ধ্যা ৬টায় সিনিয়াম অরোরে আবার ‘কেনেডি’ দেখানো হয় (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

‘কেনেডি’র গল্পে দেখা যায়, বছরের পর বছর মৃত বলে ধরে নেওয়া সাবেক পুলিশ কেনেডি (রাহুল ভাট) অনিদ্রায় ভোগে। দায়মোচনের জন্য দুর্নীতিগ্রস্তদের জন্য কাজ চালিয়ে যাচ্ছে সে (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

চার্লি নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি লিওনি। শুটিংয়ের আগে গাড়িতে বসে, পরিবার, স্বামী-সন্তান, বন্ধুদের সামনেও অনুশীলন করেছেন তিনি (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কানসৈকতে এককাঁধ খোলা কাট-আউট ম্যাক্সি পোশাকে সানি লিওনি। পায়ে ছিলো সবুজ হিল (ছবি: ইনস্টাগ্রাম)

সানি লিওনির পরা পান্না সবুজ রঙের পোশাকটি ডিজাইন করেছেন মোনাকোর মারিয়া কোকিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

ফরাসি উপকূলীয় শহরে কালো টপ ও সাদা প্যান্টে সানি লিওনি (ছবি: ইনস্টাগ্রাম)

কান থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে সানি লিওনির সব পোশাক দারুণ লেগেছে (ছবি: ইনস্টাগ্রাম)

সানি লিওনির কালো টপ ডিজাইন করেছেন লেবাননের জেমি মালোফ। তার প্যান্ট বানিয়েছে আমেরিকান ফ্যাশন প্রতিষ্ঠান বিসিবিজি ম্যাক্স অ্যাজরিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

কানে তৃতীয় দিন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার জুলফের মিলানোর পোশাক পরেছেন সানি লিওনি। তার জ্যাকেটটি প্যারিসের দ্য ফ্রাঙ্কি শপ থেকে নেওয়া (ছবি: ইনস্টাগ্রাম)

কানাডায় জন্মের পর এই তারকার নাম রাখা হয় কারেনজিৎ কৌর। ক্যারিয়ারের শুরুতে প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমার মাধ্যমে খ্যাতি পেয়েছেন সানি লিওনি (ছবি: ইনস্টাগ্রাম)

রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণের সূত্র ধরে ২০১২ সালে ‘জিসম টু’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানি লিওনির। এরপর সফলভাবে মূলধারার সিনেমায় নিজের অবস্থান অর্জন করেন তিনি (ছবি: ইনস্টাগ্রাম)

পথচলাটা মোটেও মসৃণ ছিলো না বলে জানিয়েছেন সানি লিওনি। কারণ মানুষের মধ্যে থাকা গতানুগতিক ধ্যান-ধারণা বদলাতে হয়েছে তাকে (ছবি: ইনস্টাগ্রাম)

সানি লিওনি অভিনীত হিন্দি সিনেমার তালিকায় আরো আছে ‘জ্যাকপট’ (২০১৩), ‘রাগিনি এমএমএস টু’ (২০১৪), ‘এক পাহেলি লীলা’ (২০১৫), ‘তেরা ইন্তেজার’ (২০১৭), ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ (২০১৬) প্রভৃতি (ছবি: ইনস্টাগ্রাম)

২০২২ সালে তামিল ভাষায় নির্মিত ‘ওহ মাই গোস্ট’ (২০২২) সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন সানি লিওনি (ছবি: ইনস্টাগ্রাম)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস