স্টার জোন
কার বুকে মাথা রেখে প্রেমের কথা লিখলেন পরীমণি

পরীমণি (ছবি: ফেসবুক)
চেহারা দেখ যাচ্ছে না। সাদা শার্ট পরা একজনের বুকে মাথা রেখে নির্লিপ্তভাবে একদিকে তাকিয়ে আছেন চিত্রনায়িকা পরীমণি। মুখ দেখা না গেলেও শার্ট পরা লোকের একটি হাত দেখা যাচ্ছে। তাতেই ধারণা করে নেওয়া যায় তিনি সংগীতশিল্পী শেখ সাদী। কারণ হাতে আছে স্টিলের চেইন ঘড়ি। শেখ সাদী এরকম ঘড়িই পরে থাকেন।
গতকাল (৫ মার্চ) রাত ১০টার সময় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে…।’ এরপর ঘুঘু পাখির ইমোজি জুড়ে দিয়ে তিনি যোগ করেছেন, ‘আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’

কার বুকে মাথা রেখেছেন পরীমণি, সেই কৌতূহল অনেকের (ছবি: ফেসবুক)
সবশেষে লাভ লেটারের ইমোজি জুড়ে দিয়ে গতকালের তারিখ (০৫/০৩/২৫) লিখে একটি পরীর ইমোজি যুক্ত করেছেন নায়িকা।
একই স্ট্যাটাস নিজের ফেসবুক পেজে দিয়েছেন পরীমণি। তবে এক্ষেত্রে নিজের একা ছবি শেয়ার করেছেন তিনি।
গত ৯ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শেখ সাদী লিখেছেন, ‘মেয়েদের এখন আর ভালো লাগছে না। আমার পরী চাই।’ এরপরই পরীমণির সঙ্গে তার সম্পর্কে জড়ানো নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়।

শেখ সাদী (ছবি: ফেসবুক)
সম্প্রতি একটি মামলায় পরীমণির জামিনদার হয়ে ব্যাপক আলোচিত হন শেখ সাদী। এরপর তার ‘কুফা’ ও ‘মনে নাই দয়া’ শিরোনামের নতুন দুটি গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানান পরী। সব মিলিয়ে কারও বুঝতে বাকি নেই তারা প্রেমে মজেছেন!
পরীমণি এর আগে শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে পরিচয়ের পরই একে অপরের প্রেমে পড়েন তারা। বেশিদিন লাগেনি দু’জনে বিয়ের বন্ধনে জড়িয়ে যান। তাদের একটি পুত্রসন্তান আছে। এরপর রাজ-পরীর সংসারে ভাঙন দেখা দেয়। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে।

পরীমণি (ছবি: ফেসবুক)
গানে প্রাতিষ্ঠানিকভাবে হাতেখড়ি হয়নি শেখ সাদীর। ২০১৯ সালে ‘ললনা’ শিরোনামের একটি গান গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি। এটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পাওয়ায় বদলে গেছে তার জীবন। ‘ললনা’ ছাড়াও শেখ সাদীর গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য– ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’, ‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’, ‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘প্রাণ আসে যায়’, ‘এক শতে ১০০’, ‘সাজনা’।

শেখ সাদী (ছবি: ফেসবুক)
মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদী বেড়ে উঠেছেন টঙ্গীতে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও এইচএসসি পাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিতে বিবিএ বিষয়ে পড়েছেন। তার বাবা থাকেন যুক্তরাষ্ট্রে। মা ঢাকা-আমেরিকা মিলিয়ে থাকেন। শেখ সাদীসহ তাদের দুই ছেলে ও এক মেয়ে।

পরীমণি (ছবি: এম এইচ বিপু)
এদিকে পরীমণির হাতে এখন দুটি সিনেমা। এরমধ্যে ‘গোলাপ’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিরবের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। সামছুল হুদার পরিচালনায় রাজনৈতিক থ্রিলার গল্পে তৈরি হচ্ছে এটি। এতে নাম ভূমিকায় থাকছেন নিরব। পরীর চরিত্রের নাম ডানা।
পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস