Connect with us

নাটক

কেয়া পায়েলের বাড়িতে ‘গানের মাস্টার’ খায়রুল বাসার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘গানের মাস্টার’ নাটকে খায়রুল বাসার ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)

অভিনেতা খায়রুল বাসারের গানের গলা ভালো। এবার একটি নাটকে গানপাগল স্বপ্নবাজ তরুণের চরিত্রে অভিনয়ের জন্য গাইলেন তিনি। এছাড়া তাকে গানের তালিম দিতে দেখা গেছে। নাটকের নাম ‘গানের মাস্টার’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। 

‘গানের মাস্টার’ নাটকে খায়রুল বাসারের চরিত্রের নাম উরকিস। গ্রামের তিন-চার জন তরুণকে নিয়ে তার গানের ব্যান্ড আছে। কিন্তু কোথাও তাদের কেউ ডাকে না! এ কারণে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল ও টাকা তুলে ভুনা খিচুড়ি কনসার্ট আয়োজন করে উরকিস ব্যান্ড। কিন্তু সেখানেও বাঁধে বিপত্তি। একপর্যায়ে একটি মেয়ের গানের মাস্টার হিসেবে চাকরি পায় উরকিস। ছাত্রীর বড় বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে।

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে দেখা যাচ্ছে ‘গানের মাস্টার’। এর কমেন্টের ঘরে দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘অনেকদিন পর একটা সুন্দর নাটক দেখলাম।’ আরেক দর্শকের দৃষ্টিতে, ‘এই বছরের সেরা নাটক।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নাটকটা এককথায় অসাধারণ। খুবই চমৎকার একটা নাটক দেখলাম।’

খায়রুল বাসারকে উদ্দেশ করে একজন লিখেছেন, ‘আপনার গানের গলাও বেশ ভালো। শিল্পী হতে পারতেন।’ আরেকজনের মন্তব্য, ‘বাসার ভাইয়ের কণ্ঠটা অনেক সুন্দর।’ অন্য এক দর্শক লিখেছেন, ‘অসাধারণ একটা গল্প ছিলো। মনটা ভরে গেছে নাটকটা দেখে। ধন্যবাদ এত্তো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।’

‘গানের মাস্টার’ নাটকে খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)

গল্পের প্রতি ভালো লাগা জানিয়ে এক দর্শক লিখেছেন, ‘এই নাটকটি দেখে আমার বাবার প্রতি আরো সম্মান ও ভালোবাসা বেড়ে গেছে।’ এক দর্শকের কথায়, ‘অন্যরকম একটা নাটক দেখলাম, খুব ভালো লাগলো।’

‘গানের মাস্টার’ নাটকে খায়রুল বাসার ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ আল মামুন কাইকর। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, এবি রোকন, হিন্দোল রায়, শম্পা, নিজাম, মিজু ইনজাম, শফিজ মামুন, অদিতি জামান স্নেহা। নাটকে ব্যবহৃত গান লিখেছেন ও সুর করেছেন নূর নবী। আবহ সংগীত পরিচালনা করেছেন শুভ্র রাহা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ