Connect with us

ঢালিউড

কে বলবে লোকটা শাকিব খান!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘প্রিয়তমা’র পোস্টারে শাকিব খান (ছবি: ফেসবুক)

বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন লোকটি। গালভর্তি লম্বা সাদা দাড়ি। মাথার লম্বা চুলগুলো সব পেকে গেছে। সাদা পাজামা-পাঞ্জাবি পরে বসে আছেন। মুখের চামড়ায় ভাঁজ পড়েছে। এক ঝটকায় দেখে চেনার উপায় নেই তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান! ‘প্রিয়তমা’ সিনেমার তৃতীয় পোস্টারে তাকে এভাবেই পাওয়া গেলো।

আজ (২০ জুন) সন্ধ্যা পৌনে ৬টায় পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাকিব লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়।’ তার আহ্বান, ‘প্রিয়তমা’র সঙ্গে ঈদুল আজহা উদযাপন করুন।

শাকিবিয়ানরা প্রিয় তারকার বুড়ো অবয়ব দেখে মুগ্ধ। তার নতুন অবতার বেশ প্রশংসা কুড়াচ্ছে। বিনোদন অঙ্গনের অনেকেই পোস্টারটি শেয়ার করে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

‘প্রিয়তমা’র ফার্স্ট লুক পোস্টারে শাকিব খান (ছবি: ফেসবুক)

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র আগের দুটি পোস্টারও প্রশংসিত হয়েছে। এরমধ্যে প্রথমটিতে ঝুঁটি বাঁধা লম্বা চুল ও গালভর্তি দাড়ি নিয়ে ঠোঁটে জ্বলন্ত সিগারেট টানতে দেখা যায় শাকিবকে। পরের পোস্টারে সানগ্লাস চোখে গালে খোঁচা খোঁচা দাড়িতে তার পৌরুষদীপ্ত আমেজ পাওয়া গেছে।

গত ১৭ জুন প্রকাশিত হয় ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। এতে দেখা যায়, লম্বা চুলে সানগ্লাস চোখে রুমালে মুখ ঢেকে এগিয়ে আসছেন শাকিব। গায়ে জিন্স জ্যাকেট। ধীরে ধীরে রুমাল সরিয়ে নেন তিনি। গালে খোঁচা খোঁচা দাড়ি। এরপর একটি চাকু ছুড়ে মারেন।

তবে ‘প্রিয়তমা’র ফার্স্টলুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনদের অনেকে মন্তব্য করেন, সম্প্রতি বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানকে যেভাবে দেখা গেছে, ‘প্রিয়তমা’য় শাকিবের অবয়ব অনেকটা তেমনই।

শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ফেসবুক)

পোস্টার এবং ফার্স্টলুক ভিডিওর কোনোটিতেই এখনও নায়িকার মুখ সামনে আসেনি। শাকিবের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। তিনি ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে তাকে।

‘প্রিয়তমা’য় শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।

‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। ঈদুল আজহায় এটি পরিবেশনার দায়িত্ব পালন করবে দি অভি কথাচিত্র।

সিনেমাওয়ালা প্রচ্ছদ