Connect with us

গান বাজনা

কোক স্টুডিও বাংলা কনসার্টের জমকালো আসর

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কোক স্টুডিও বাংলা কনসার্টের পোস্টার (ছবি: কোক স্টুডিও বাংলা)

কোক স্টুডিও বাংলার দুটি মৌসুমে বেশকিছু গান আলোচিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে। এগুলো পরিবেশন করেছেন নবীন-প্রবীণ সংগীতশিল্পীরা। বছর ঘুরে আবার লাইভ কনসার্টে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তারা।

আজ (১০ নভেম্বর) বিকেল ৩টা থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে উপভোগ করা যাবে কোক স্টুডিও বাংলার জমকালো আসর। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি।

কনসার্টে মূলত কোক স্টুডিও বাংলার দুই মৌসুমের শিল্পীরাই গান গাইবেন। এ তালিকায় আছেন মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক দম্পতি, ফুয়াদ আল মুক্তাদির, পান্থ কানাই, প্রীতম হাসান, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, হামিদা বানু, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, অনিমেষ রায়, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার, মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব, মেঘদল, জহুরা বাউল, সোহানা, মুকুল মজুমদার ঈশান।

কনসার্টে অতিথি হিসেবে সংগীত পরিবেশন করবেন এলিটা করিম, শুভ (ডি-রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। এছাড়া থাকছে হাতিরপুল সেশনস ও লালন ব্যান্ডের গান-বাজনা।

গত বছর জুনে প্রথমবার কোক স্টুডিও বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়। কোক স্টুডিও বাংলার দুটি মৌসুমের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নাসেক নাসেক’, ‘কথা কইয়ো না’, ‘দেওরা’, ‘সন্ধ্যাতারা’ ইত্যাদি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ