হলিউড
ক্লুনির ছবিভর্তি গাউনে জুলিয়া

জর্জ ক্লুনির ছবি সংবলিত গাউনে জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)
অস্কারজয়ী দুই তারকা জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস কয়েক দশকের পুরনো বন্ধু। অনেকে জানে, ক্লুনির দারুণ ভক্ত জুলিয়া। তাই বলে এতোটা যে, আমেরিকান এই অভিনেতার অতীত ও বর্তমানের ছবিভর্তি একটি গাউন বানিয়ে ফেললেন তিনি! গত ৪ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.তে তারকা-খচিত ৪৫তম বার্ষিক কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানে এমন পোশাকে হাজির হয়ে চমকে দেন ৫৫ বছর বয়সী এই অভিনেত্রী।
আমেরিকান তারকা জুলিয়ার গাউনে থাকা জর্জ ক্লুনির একটি ছবি ২০১৫ সালের গোল্ডেন গ্লোবসের আজীবন সম্মাননা সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড গ্রহণের সময় তোলা। চমকে দেওয়া গাউনটির ওপর জ্যাকেট পরেছিলেন তিনি।

জর্জ ক্লুনির ছবি সংবলিত গাউনে জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)
স্ত্রী আমালকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন ৬১ বছর বয়সী ক্লুনি। তিনিসহ পাঁচজন কেনেডি সেন্টার সম্মানে ভূষিত হয়েছেন। বাকিরা হলেন আমেরিকান গায়িকা অ্যামি গ্র্যান্ট, গায়ক গ্লাডিস নাইট, সুরকার তানিয়া লেয়ন, আইরিশ ব্যান্ড ইউটু। আমেরিকান সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছেন তারা।
অনুষ্ঠানে জুলিয়া রবার্টস ছাড়া অতিথি ছিলেন অভিনেতা ম্যাট ড্যামন, ডন শিডল, গায়ক এডি ভেডার, গায়িকা ব্র্যান্ডি কার্লাইলসহ বেশ কয়েকজন তারকা। জমকালো এই আয়োজন অলঙ্কৃত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্টলেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সেকেন্ড জেন্টেলম্যান ডগলাস এমহফ।
View this post on Instagram
অনুষ্ঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জুলিয়া। তিনি বলেন, ‘আমার স্বপ্নের পোশাককে বাস্তবে রূপ দেওয়ার জন্য ডিজাইনার জেরেমি স্কট, স্টাইলিস্ট এলিজাবেথ স্টুয়ার্ট ও পোশাকের ব্র্যান্ড মোসিনোর প্রতি কৃতজ্ঞতা জানাই। জর্জ, আপনাকে এমন সম্মাননা গ্রহণ করতে দেখে গর্ব হচ্ছে।’

জর্জ ক্লুনির ছবি সংবলিত গাউনে জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)
গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে জুলিয়া রবার্টসের নতুন সিনেমা ‘টিকিট টু প্যারাডাইস’। অলিভার পার্কারের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন জর্জ ক্লুনি। এতে ক্লুনি ও জুলিয়াকে দেখা গেছে বিয়েবিচ্ছেদ হওয়া প্রাক্তনের ভূমিকায়। মেয়ের বিয়ে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেন তারা।
এ নিয়ে পঞ্চমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস। এর আগে ‘ওশানস ইলেভেন’ (২০০১), ‘কনফেশন্স অব অ্যা ডেঞ্জারাস মাইন্ড’ (২০০২), ‘ওশানস টুয়েলভ’ (২০০৪) এবং ‘মানি মনস্টার’ (২০১৬) সিনেমায় তাদের একফ্রেমে দেখা গেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস