Connect with us

গান বাজনা

গাজার জন্য হাতিরঝিলে পারিশ্রমিক ছাড়াই সংগীতশিল্পীদের কনসার্ট

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের পোস্টার

ফিলিস্তিনের গাজা শহরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলিরা। গাজায় চলমান গুলি ও বোমাবর্ষণের প্রতিবাদে ঢাকায় আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি কনসার্ট। এতে সংগীত পরিবেশনের জন্য কেউই পারিশ্রমিক নিচ্ছেন না। এর মাধ্যমে গাজার প্রতি সংহতি জানাবেন তারা।

আয়োজক আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট জানিয়েছে, কনসার্টের শিরোনাম ‘টু গাজা ফ্রম ঢাকা’। আজ (২৪ নভেম্বর) ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে থাকছে এই আয়োজন।

কনসার্টে সংগীত পরিবেশন করবে মাকসুদ ও ঢাকা, আর্ক, নেমেসিস, মেঘদল, কার্নিভাল, সহজিয়া, ইন্দালো, বাংলা ফাইভ, হাইওয়ে, অ্যাভয়েড রাফা, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, দ্য মুনফ্লাওয়ার প্রজেক্ট।

মাশা ইসলাম (ছবি: ফেসবুক)

এছাড়া গান গেয়ে শোনাবেন মাশা ইসলাম, আহমেদ হাসান সানি, ব্ল্যাক জ্যাং, ডি-রকস্টার শুভ, শাফায়েত, আসির আরমান, মুয়িজ মাহফুজ ও অভিষেক ভট্টচার্য্য।

আয়োজকেরা উল্লেখ করেছেন, টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ফিলিস্তিনের গাজার বিপদগ্রস্তদের সাহায্যার্থে পাঠানো হবে। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে getsetrock.com ওয়েবসাইটে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ