Connect with us

ছবি ও কথা

গায়ক দর্শন রাভালের বিয়ে, কনে কে?

বিয়ের বন্ধনে জড়ালেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধরল সুরেলিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু ছিলেন। ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিতে আজ (১৮ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় বিয়ের কয়েকটি ছবি শেয়ার দিয়েছেন দর্শন।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জীবনের নতুন পথচলা শুরু করলেন দর্শন রাভাল। দীর্ঘদিনের বন্ধু ধরল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

দর্শন রাভাল ও ধরল সুরেলিয়া হাতে হাত রেখে সাজাবেন সুখের সংসার।

বিয়ের ছবি শেয়ার করে দর্শন রাভাল লিখেছেন, ‘আমার সবসময়ের সেরা বন্ধু।’ তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর মন্তব্যের ঘর নবদম্পতির জন্য অভিনন্দন বার্তা ও শুভেচ্ছায় ভরে গেছে।

দর্শন রাভালের স্ত্রী ধরল সুরেলিয়া পেশায় একজন স্থপতি, ডিজাইন উদ্যোক্তা ও কালারিস্ট।

দর্শন রাভালের গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘ম্যায় ও চাঁদ’ (তেরা সুরুর), ‘কাভি তুমহে’ (শেরশাহ), ‘জব তুম চাহো’ (প্রেম রতন ধন পায়ো), ‘খিঁচ মেরি ফটো’ (সনম তেরি কসম), ‘চোগাড়া’ (লাভযাত্রী), ‘কামারিয়া’ (মিত্র), ‘ওড়েনি’ (মেড ইন চায়না), ‘মেহরামা’ (লাভ আজ কাল), ‘দল জুলাহা’ (লুডো), ‘তেরা সিবা জাগ মে’ (তাড়াপ), ‘ধিনদোরা বাজে রে’ (রকি অউর রানি কি প্রেম কাহানি), ‘সাহিবা’ (দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ