ওটিটি
গা-ছমছমে গল্প নিয়ে ‘প্রচলিত’, শুরুতে ‘রিংটোন’

‘প্রচলিত’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: চরকি)
সমাজে প্রচলিত গা-ছমছম করা রহস্যময় গল্প কিংবা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে সাজানো হলো চরকির নতুন ওয়েব সিরিজ। এর নাম তাই ‘প্রচলিত’। এতে রয়েছে পাঁচটি পর্ব। সিরিজটি পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক।
আগামীকাল (১৯ অক্টোবর) মুক্তি পাবে ‘প্রচলিত’র প্রথম পর্ব ‘রিংটোন’। এর দৈর্ঘ্য ২৫ মিনিট। এটি এক রাতের গল্প। এতে দেখা যাবে, ফোন বন্ধ থাকলেও কল আসছে! কিন্তু কে কল দিচ্ছে? কী চাচ্ছে? ‘রিংটোন’ পর্বে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার ও অশোক বেপারী।

‘প্রচলিত’ ওয়েব সিরিজের ‘রিংটোন’ পর্বের পোস্টার (ছবি: চরকি)
সিরিজে নিজের চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিলো উল্লেখ করে মোস্তফা মন্ওয়ার বলেন, ‘একটি অপকর্মের পর থেকে লোকটি এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যায়। তার তখনকার অবস্থা ফুটিয়ে তুলতে দৌড়াদৌড়ি ও ছুটোছুটি করা শারীরিকভাবে আমার জন্য খুব কঠিন ছিলো। সারারাত কাজের পর সকালে যখন প্যাকআপ হলো, তখন মোটামুটি আমার অর্ধচেতন অবস্থা। গল্পের চরিত্রটির মতোই বাস্তবে আমার অবস্থা একই দাঁড়িয়েছিল।’
চরকি জানিয়েছে, প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। আগামী ২৬ অক্টোবর ‘বিলাই’ (২৩ মিনিট), ২ নভেম্বর ‘বেওয়ারিশ’ (২৬ মিনিট), ৯ নভেম্বর ‘কলিংবেল’ (২৯ মিনিট) এবং ১৬ নভেম্বর আসবে ‘হাতবদল’ (১৮ মিনিট)। এগুলোতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আব্দুল্লাহ আল সেন্টু, বায়েজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, সাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষসহ অনেকে। গত জুলাই ও আগস্টে ‘প্রচলিত’র শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন স্থানে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। আবহ সংগীত সাজিয়েছেন খৈয়াম সানু সন্ধি। সাউন্ড ডিজাইনে রিপন নাথ।

‘প্রচলিত’ ওয়েব সিরিজের ‘রিংটোন’ পর্বের দৃশ্যে মোস্তফা মন্ওয়ার (ছবি: চরকি)
‘প্রচলিত’ প্রসঙ্গে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকে। সিরিজটির গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেগুলোকে সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি বর্তমান সময়কে প্রতিফলিত করার।’

‘প্রচলিত’ ওয়েব সিরিজের ‘রিংটোন’ পর্বের দৃশ্যে মোস্তফা মন্ওয়ার (ছবি: চরকি)
কেমন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে জানতে চাইলে আবিদ মল্লিক বলেন, ‘আসলে যেকোনো নির্মাণেই চ্যালেঞ্জ থাকে। রাইটার্স রুম থেকে শুরু করে লোকেশন খোঁজা, প্রোডাকশন ডিজাইন, রাতভর শুটিং শেষে পোস্ট-প্রোডাকশনের কাজ– সবখানেই চ্যালেঞ্জ ছিলো। তবে এই সিরিজের সঙ্গে সম্পৃক্ত সবার সহযোগিতা পেয়েছি বলেই শত চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা ঠিকঠাকভাবে কাজটি করতে সক্ষম হয়েছি।’

‘প্রচলিত’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: চরকি)
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “চরকি বরাবরই দর্শকদের ভিন্ন ধরনের কনটেন্ট উপহার দিয়ে আসছে। নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’-এর পর আবার রহস্য তথা সুপারন্যাচারাল ঘরানার নতুন পাঁচটি গল্প নিয়ে ‘প্রচলিত’ সিরিজটি মুক্তি দেওয়া হচ্ছে চরকিতে। আমার বিশ্বাস, সিরিজটি দেখে দর্শকদের ভালো লাগবে।”
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস