Connect with us

ঢালিউড

গুণী অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রবীর মিত্র (জন্ম: ১৮ আগস্ট, ১৯৪৩; মৃত্যু: ৫ আগস্ট, ২০২৫)

গুণী অভিনেতা প্রবীর মিত্র আর নেই। আজ (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮১ বছর।

প্রবীর মিত্রের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’

মিশা সওদাগর উল্লেখ করেছেন, আগামীকাল (৬ জানুয়ারি) জোহর নামাজের পর এফডিসিতে প্রবীর মিত্রের জানাজা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাতে গোসল করানো শেষে ফ্রিজার গাড়িতে মরদেহ ধানমন্ডিতে প্রবীর মিত্রের বাসায় থাকবে। এফডিসির পর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম জানান, তার বাবা বেশ কিছু শারীরিক জটিলতার কারণে গত ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় ভুগে গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না।

প্রবীর মিত্র (জন্ম: ১৮ আগস্ট, ১৯৪৩; মৃত্যু: ৫ আগস্ট, ২০২৫)

প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। তাদের মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা যান।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কাজ করলেও তিনি ছিলেন মূলত একজন চরিত্রাভিনেতা।

প্রবীর মিত্র অভিনীত কাজের তালিকায় রয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক সিনেমা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ